Logo
শুক্রবার, ২৪ সেপ্টেম্বর, ২০২১ | ৯ই আশ্বিন, ১৪২৮ বঙ্গাব্দ

ফরিদপুরে করোনা ও উপসর্গে আরও ১৪ জনের মৃত্যু

প্রকাশের সময়: ৪:০৪ অপরাহ্ণ - শুক্রবার | জুলাই ৩০, ২০২১

তৃতীয় মাত্রা

সুজল খাঁন, মধুখালী(ফরিদপুর) থেকে : ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘন্টায় করোনা ও উপসর্গে আবারও ১৪ জনের মৃত্যু হয়েছে। করোনায় ১০ ও উপসর্গে নিয়ে ৪ জন মারা গেছেন। নতুন করে শনাক্ত হয়েছে ১২৫ জন।নমুনা পরীক্ষা করা হয়েছে ৩২৫ জনের। শনাক্তের হার ৪০ দশমিক ২৭ ভাগ।

বৃহস্পতিবার (২৯ জুলাই) সকাল ৮টা থেকে আজ শুক্রবার (৩০ জুলাই) সকাল ৮টা পর্যন্ত গেল ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

হাসপাতাল সূত্রে জানা গেছে, মৃতদের মধ্যে ফরিদপুর ৬ জন, মাদারীপুর ৪, রাজবাড়ীর ২, ঝিনাইদহ ১ ও গোপালগঞ্জের ১ জন। হাসপাতালটিতে বর্তমানে ২৬৮ জন রোগী ভর্তি রয়েছে। তাদের মধ্যে গত ২৪ ঘন্টায় ভর্তি হয়েছে ৩৮ জন। হাসপাতালের আইসিইউ ইউনিটে ভর্তি রয়েছে ১৬ জন করোনা রোগী।

জেলার স্বাস্থ্য বিভাগ থেকে জানা গেছে, এ পর্যন্ত জেলায় মোট করোনায় আক্রান্ত হয়েছে ১৭ হাজার ৫৩২জন।

Read previous post:
হবিগঞ্জে ইটভাটা থেকে শ্রমিকের লাশ উদ্ধার

তৃতীয় মাত্রা মোঃ জুনাইদ চৌধুরী, হবিগঞ্জ থেকে : হবিগঞ্জের বাহুবলে ইটভাটার টয়লেট থেকে সুজেল মিয়া (২৪) নামের এক শ্রমিকের লাশ...

Close

উপরে