দ্বিতীয় হ্যান্ডসেট কারখানা চালু করবে সিম্ম্ফনি
তৃতীয় মাত্রা
নতুন বছরের শুরুতেই নতুন হ্যান্ডসেট নির্মাণ কারখানায় উৎপাদন শুরু করতে যাচ্ছে দেশীয় মোবাইল ফোন ব্র্যান্ড সিম্ম্ফনি। বর্তমানে আশুলিয়ার জিরাবোতে নিজস্ব কারখানায় হ্যান্ডসেট উৎপাদন করছে সিম্ম্ফনি। এ ছাড়া গাজীপুরের কালিয়াকৈরে বঙ্গবন্ধু হাইটেক সিটিতে দ্বিতীয় কারখানাটি চালু করতে যাচ্ছে প্রতিষ্ঠানটি।ফিচার ফোনে দেশের শীর্ষ এ ব্র্যান্ডটির জিরাবোর কারখানাটি সম্প্রতি পরিদর্শন করেছেন বিটিআরসির চেয়ারম্যান মোহাম্মাদ জহুরুল হক। এ সময় সিল্ফম্ফনি মোবাইলের ব্যবস্থাপনা পরিচালক জাকারিয়া শাহীদ উপস্থিত ছিলেন। জাকারিয়া শাহীদ জানান, ২০১৮ সাল থেকে দেশে সিল্ফম্ফনি নিজস্ব কারখানায় হ্যান্ডসেট উৎপাদন করে আসছে। সিল্ফম্ফনি মোবাইলের এ কারখানায় প্রায় এক হাজার কর্মী কাজ করছেন। সরকারি কিছু আনুষ্ঠানিকতা শেষে আগামী জানুয়ারি মাসে দ্বিতীয় কারখানায় হ্যান্ডসেট উৎপাদন শুরু করা হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। কারখানা পরিদর্শন শেষে বিটিআরসির চেয়ারম্যান বলেন, সিল্ফম্ফনি মোবাইলের কোয়ালিটি কন্ট্রোল সিস্টেম অনেক উন্নত মনে হয়েছে এবং নতুন নতুন অনেক প্রযুক্তির সঙ্গেও পরিচিত হয়েছি।