তৃতীয় মাত্রা
এম আর মাহফুজ, ফুলবাড়ী(কুড়িগ্রাম)প্রতিনিধিঃ হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে কুড়িগ্রামের ফুলবাড়ীতে মরহুম জালাল উদ্দিন স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২০ এর শুভ উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার ২৬ নভেম্বর বিকালে উপজেলার বড়ভিটা ইউনিয়নের গেটের বাজার সংলগ্ন মাঠে গেটের বাজার শান্ত ক্লাবের আয়োজনে অনু্ষ্ঠিত ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে বড়ভিটা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খয়বর আলী মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গোলাম রব্বানী সরকার।বিশেষ অতিথি ছিলেন ফুলবাড়ী ডিগ্রি কলেজের সভাপতি আজিজার রহমান মাষ্টার, বড়ভিটা ইউনিয়ন পরিষদ সদস্য মজিবর রহমান প্রামাণিক, উপজেলা আ’লীগের প্রচার সম্পাদক প্রভাষক সরকার মনোয়ার পাশা, বড়ভিটা ইউনিয়ন আ’লীগের সভাপতি বেলাল হোসেন প্রামাণিক।
আরো উপস্থিত ছিলেন টুর্নামেন্টটির প্রধান উপদেষ্টা, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এমদাদুল হক মিলন, ইউপি সদস্য উজির উদ্দিন, আইয়ুব জোতদার, শাহ বাজার স্বতন্ত্র ক্লাবের সভাপতি তহিদুল হক পোদ্দার কাস্টম প্রমুখ।
উদ্বোধনী খেলায় চিলমারী উপজেলা ক্রীড়া সংস্থা ফুটবল দল ও বড়বাড়ি বসুন্ধরা কিংস ফুটবল দল খেলায় অংশগ্রহন করে। আক্রমণ পাল্টা আক্রমনের মধ্যে দিয়ে নির্ধারিত সময়ের গোল শুণ্য থাকায় খেলা গড়ায় ট্রাইব্রেকারে। পরে চিলমারী উপজেলা ক্রীড়া সংস্থা ফুটবলদল ৪/৩ গোলে জয়লাভ করে সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে।