তৃতীয় মাত্রা
শেখ আশিকুন্নবী সজীব, ফেনী প্রতিনিধি : ফেনীর সোনাগাজীর চরদরবেশ ইউনিয়ন পরিষদের আয়োজনে সোমবার বিকেলে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের ২৫টি শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া, সাংস্কৃতিক সামগ্রী, স্কুল ড্রেস ও আসবাবপত্র বিতরণ করা হয়েছে।
স্থানীয় সরকার বিভাগের উপ – পরিচালক মোহাম্মদ মঞ্জুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ ওয়াহিদুজজামান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা অজিত দেব, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) তাছলিমা শিরিন, এলজিএসফি-৩ ফেনীর ডিএফ পিন্টু চন্দ্র দাস, চরদরবেশ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম ভুট্টু।
অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ ওয়াহিদুজজামান বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সারা দেশের প্রতিটি সেক্টরে ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে, আপনারা সরকারের ভালো কাজ গুলো বেশী বেশী প্রচার করবেন। করোনা কালীন পরিস্থিতে সবাই স্বাস্থ্য বিধি মেনে চলবেন। আপনাদের সন্তানদের লেখাপড়ার খোঁজ খবর রাখবেন।