Logo
সোমবার, ২৫ জানুয়ারি, ২০২১ | ১১ই মাঘ, ১৪২৭ বঙ্গাব্দ

নুসরতের চোখে ‘ব্যাড বয়’ কে? জানতে চাইলেন যশ

প্রকাশের সময়: ৯:২৪ অপরাহ্ণ - শুক্রবার | নভেম্বর ১৩, ২০২০

তৃতীয় মাত্রা

তৃতীয় মাত্রা বিনোদন ডেস্ক : একদিকে অভিনয়, অন্যদিকে সাংসদের দায়িত্ব এবং এই দুইয়ের মাঝেই সংসার—সব মিলিয়ে বেজায় ব্যস্ত সাংসদ-অভিনেত্রী নুসরত জাহান। সম্প্রতি ‘স্বস্তিক সংকেত’ ছবির জন্য উড়ে গিয়েছিলেন লন্ডনে। শ্যুটিং-এর পাশাপাশি ‘বোনুয়া’ মিমির সঙ্গেও চুটিয়ে আড্ডা দিয়েছেন। তারপরই শহরে ফিরে উৎসবের আমেজে কোমর বেঁধে ‘এসওএস কলকাতা’র প্রচারে নেমে পড়া। এই সবের মাঝেও নিজের জন্য সময় বের করেছেন নায়িকা। সাংসদ এবং অভিনেত্রীর দায়িত্ব সামলে নুসরত ইনস্টাগ্রামে ধরা দিলেন একেবারে অন্যরূপে। খোলা চুল, মায়াবী চোখে নতুন করে মন কাড়লেন অভিনেত্রী। চোখের ইঙ্গিতে কিছু না বলেও যেন বলে ফেললেন অনেক কথা। ব্যাকগ্রাউন্ডে গান চলছে ‘ব্যাড বয়’। কয়েক সেকেন্ডের এই ভিডিয়োতে মুগ্ধ নুসরতের অনুরাগীরা। লাইক এবং কমেন্ট উপছে পড়ছে অভিনেত্রীর পোস্টে। শুধু অনুরাগীদেরই নয়, নুসরত নজর কেড়েছেন তাঁর নায়ক যশেরও। তবে যশ কিন্তু প্রশংসার বদলে সটান প্রশ্ন রেখেছেন সহকর্মীর কাছে। ভিডিয়োতে ব্যবহৃত গানের প্রসঙ্গ তুলে কমেন্ট করে জানতে চেয়েছেন, ‘হু ইজ দ্য ব্যাড বয়?’ অর্থাৎ নুসরতের চোখে ‘ব্যাড বয়’টি কে। তবে কি সত্যিই নুসরত কারোর দিকে ইঙ্গিত করছেন? নাকি সবটাই শুধু এই ভিডিয়ো অবধিই সীমিত? উত্তর জানাননি অভিনেত্রী। সদ্য মুক্তিপ্রাপ্ত ‘এসওএস কলকাতা’য় একসঙ্গে দেখা গিয়েছে যশ-নুসরতকে। এর আগেও একাধিক ছবিতে দর্শকের নজর কেড়েছে এই জুটি। তাই পর্দার বাইরেও খুনসুটি লেগেই থাকে দু’জনের। এই সমীকরণই কি তবে অনস্ক্রিন রসায়নকে আরও গাঢ় করে তোলে? উত্তর জানেন শুধু তাঁরাই।

Read previous post:
দিল্লির করোনা পরিস্থিতি রেকর্ড ছাড়াচ্ছে

তৃতীয় মাত্রা ভারতের রাজধানী দিল্লিতে করোনায় আক্রান্তের রেকর্ড ছাড়িয়েছে। নগরীর দূষিত বায়ু ও সামাজিক দূরত্ব মেনে না চলার প্রবণতার কারণে...

Close

উপরে