Logo
সোমবার, ০৩ আগস্ট, ২০২০ | ১৯শে শ্রাবণ, ১৪২৭ বঙ্গাব্দ

গোপালগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষ, বাস চালক নিহত

প্রকাশের সময়: ৯:৫৭ পূর্বাহ্ণ - শুক্রবার | ডিসেম্বর ২, ২০১৬
image-49339-1479901005তৃতীয় মাত্রা:
গোপালগঞ্জ: গোপালগঞ্জে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বাস চালক আক্কাস আলী (৫৫) নিহত হয়েছেন। আহত হয়েছেন ৪০ জন। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলার পাথালিয়ায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আক্কাস আলী নৈশ কোচ ফাল্গুনী পরিবহনের চালক বলে জানা গেছে। আহতদের উদ্ধার করে চিকিৎসার গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
গোপালগঞ্জ সদর থানা পুলিশের ওসি সেলিম রেজা জানান, খুলনা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা ফাল্গুনী পরিবহনের একটি নৈশকোচ ঘটনাস্থলে এসে পৌঁছলে বিপরীত দিকে থেকে আসা ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে নৈশকোচ ও ট্রাকটি দুমড়ে মুচড়ে যায়।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠায়। সেখানে নৈশকোচের চালক আক্কাস আলী চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
Read previous post:
এখন রূপচর্চায় চা

  ক্লান্তি দূর করতে যার জুড়ি মেলা ভার। পানীয় হিসেবে অনেকেরই প্রথম পছন্দ চা।   কিন্তু শুধু ক্লান্তি দূর করা...

Close

উপরে