Logo
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২০ | ১১ই অগ্রহায়ণ, ১৪২৭ বঙ্গাব্দ

অটোরিকশার ধাক্কায় নারীর মৃত্যু

প্রকাশের সময়: ৭:৩৭ অপরাহ্ণ - বৃহস্পতিবার | অক্টোবর ২৯, ২০২০

তৃতীয় মাত্রা

রাজধানীর কুড়িলে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় আসমা বেগম (৩৭) নামে এক নারী পথচারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

ঘটনার পরপর সেখানে ডিউটিরত ট্রাফিক কনস্টেবল আব্দুল খালেক তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে সেখান থেকে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। পরে ঢামেকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া এসব তথ্য জানান।

মৃতের স্বামী মোশারফ হোসেন বলেন, ‘সকালে আসমা কুড়িল চৌরাস্তার পাশে ভাতিজি হাজেরার শ্বশুর বাড়ি যান। সেখান থেকে বাসে তুলে দিতে ভাতিজিকে নিয়ে কুড়িল চৌরাস্তায় যান তিনি। সেখানে রাস্তা পার হওয়ার সময় একটি সিএনজি অটোরিকশা তাকে পেছন থেকে ধাক্কা দেয়। পরে হাসপাতালে তার মৃত্যু হয়।’

মোশারফ হোসেন বলেন, ‘আমাদের বাড়ি নারায়ণগঞ্জের ফতুল্লায়। ঘরে দুই ছেলে এক মেয়ের আছে।’

Read previous post:
সিনেমা-নাটকে ‘কবুল’ উচ্চারণে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ

তৃতীয় মাত্রা সিনেমা-নাটকে বিয়ের দৃশ্যে ‘কবুল’ শব্দ উচ্চারণের ওপর নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ পাঠানো হয়েছে। তথ্য, আইন ও ধর্ম সচিব...

Close

উপরে