Logo
মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২০ | ৯ই অগ্রহায়ণ, ১৪২৭ বঙ্গাব্দ

ঘাটাইলে সিডিপির উদ্যোগে গিফট ক্যাম্পেইন অনুষ্ঠিত

প্রকাশের সময়: ৬:৪৭ অপরাহ্ণ - বৃহস্পতিবার | অক্টোবর ২৯, ২০২০

তৃতীয় মাত্রা
মোঃ আল-আমীন রহমান ঘাটাইল (টাঙ্গাইল) : টাঙ্গাইলের ঘাটাইলের আর্ন্তজাতিক সাহায্যকারী সংস্থা গুডনেইবারস বাংলাদেশ ঘাটাইল সিডিপির উদ্যোগে গিফট ক্যাম্পেইন  অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুর ১২টায় গুড নেইবারস ঘাটাইল সিডিপি প্রাঙ্গণে এ কোভিড ১৯ মহামারী মোকাবেলায় শারীরিক দুরুত্ব বজায় রেখে ১২ শত ৪১জন উপকার ভোগী শিশু পরিবারকে নিয়ে গিফট ক্যাম্পেইন করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন,গুডইেবারস বাংলাদেশ ঘাটাইল সিডিপির প্রজেক্ট ম্যানাজার মো.জাহাঙ্গীর আলম,দেউলাবাড়ী ইউপি মেম্বার হাজী চান মিয়া,সিডিপির প্রোগ্রাম ম্যানাজার বিপ্লব কুমার,সিনিয়র এডমিন অফিসার অজয় কুমারদে,গুডনেইবারস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হোসনে আরা পারভীনসহ সিডিপির অন্যান্যকর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান পরিচালনা করেন,গুডইেবারস উচ্চ বিদ্যালয়ের সহকারী শ্ক্ষিক মোশারফ হোসেন । এসময় প্রত্যেক শিশু পরিবারের মাঝে এক লিটার সয়াবিন তৈল,এক প্যাকেট লেক্সাস বিস্কুট,এক কেজি মশুরের ডাউল,একটি লাক্স সাবান,ও ৫টি করে মাক্স বিতরণ করা হয়।

Read previous post:
কোভিড ১৯-এ গত ২৪ ঘণ্টায় ২৫ জনের মৃত্যু

তৃতীয় মাত্রা কোভিড ১৯-এ গত ২৪ ঘণ্টায় ২৫ জনের মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত শনাক্ত হয়েছেন ১ হাজার ৬৮১ জন।...

Close

উপরে