Logo
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২০ | ১১ই অগ্রহায়ণ, ১৪২৭ বঙ্গাব্দ

নিরাপদে ফিরলেন সেন্টমার্টিনে আটকা পড়া পর্যটকরা

প্রকাশের সময়: ৭:১৪ অপরাহ্ণ - রবিবার | অক্টোবর ২৫, ২০২০

তৃতীয় মাত্রা

টেকনাফ সেন্টমার্টিন ভ্রমণে এসে আটকে পড়া ৪শ’ পর্যটক চারদিন পর ট্রলার ও জাহাজে করে ফেরত এসেছেন। রবিবার (২৫ অক্টোবর) বিকালে পাঁচটি সার্ভিস বোটে দেড়শ’ পর্যটক টেকনাফ ও শাহপরীরদ্বীপ জেটি ঘাটে পৌঁছান। এরপর বিকাল সাড়ে ৩টার দিকে আরও আড়াইশ পর্যটক পর্যটকবাহী কর্ণফুলী এক্সপ্রেস জাহাজে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দেন। তবে জাহাজটি রাত ১০টার দিকে পৌঁছার সম্ভাবনা রয়েছে।

এর আগে গত বুধবার (২১ অক্টোবর) কক্সবাজারের পর্যটকবাহী জাহাজ ও টেকনাফে নৌযানে ভ্রমণে এসে ৪শ’ পর্যটক দ্বীপে আটকে পড়েছিলেন। অন্যদিকে টেকনাফে আটকে পড়া দেড়শ মানুষ দ্বীপে ফিরে গেছেন।
এ প্রসঙ্গে সেন্টমার্টিন দ্বীপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নুর আহমেদ বলেন, ‘রবিবার সকালে পাচঁটি ট্রলারে করে আটকে পড়া দেড়শ পর্যটক টেকনাফে ফিরেছেন। বাকিরা বিকালে কর্ণফুলী এক্সপ্রেস জাহাজে করে কক্সবাজারের উদ্দেশ্যে দ্বীপ ত্যাগ করছেন। এছাড়া টেকনাফে আটকে পড়া দ্বীপের বাসিন্দারও ফিরে গেছেন।’
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম বলেন, ‘আবহাওয়া-সংক্রান্ত সতর্কতা সংকেত না থাকায় টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে নৌযান চলাচল করতে দেওয়া হয়েছে। এতে দ্বীপে ভ্রমণে এসে আটকা পড়া দেড়শ পর্যটক ট্রলারে করে ফিরে আসেন। দ্বীপে আটকে থাকা বাকি পর্যটকরা কর্ণফুলী এক্সপ্রেস জাহাজে করে কক্সবাজারে রওনা দেন।’

ফিরে আসা পর্যটক সিলেটের বাসিন্দা নুর আজিম বলেন, ‘এখনও সাগর কিছুটা উত্তাল। ফলে সার্ভিস বোটে আসতে আমাদের মাঝে ভয়ভীতি কাজ করছিল। এটা সত্যিই ট্রলারে সাগর পাড়ি দেওয়া অনেকটা ঝুঁকি ছিল। তবে সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া নিরাপদে পৌঁছেছি।’

পর্যটকবাহী কর্ণফুলী এক্সপ্রেস জাহাজের কক্সবাজারের ব্যবস্থাপক হোসাইন ইসলাম বাহাদুর বলেন, ‘বৈরী আবহাওয়া কেটে যাওয়ায় রবিবার সকালে যাত্রী বহন করে জাহাজ সেন্টমার্টিন গেছে। দ্বীপে আটকে পড়া পর্যটকদের নিয়ে জাহাজটি এখন কক্সবাজারের পথে।’

সেন্টমার্টিন পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই (উপপরিদর্শক) মো. তারেক মাহামুদ বলেন, ‘সকালে ট্রলারে করে দেড়শ পর্যটক টেকনাফে ফিরে গেছেন। বাকিরা বিকালে কর্ণফুলী এক্সপ্রেস জাহাজে করে কক্সবাজারে উদ্দ্যেশে রওনা দিয়েছেন। এই জাহাজটি রাত ১০টার দিকে পৌঁছার কথা রয়েছে।’

 

Read previous post:
মেহেন্দীগন্জে উদযাপিত হচ্ছে সনাতন ধর্মালম্বীদের শারদীয় দূর্গা পূজা

তৃতীয় মাত্রা  এ এইচ মাহমুদ ,বরিশাল ব‍্যুরো প্রধান  : সনাতন ধর্মালম্বীদের সবচাইতে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গা পূজার আজ(নবমী) শেষ দিন। ...

Close

উপরে