Logo
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২০ | ১১ই অগ্রহায়ণ, ১৪২৭ বঙ্গাব্দ

৯ হাত লম্বা অজগর সাপ উদ্ধার

প্রকাশের সময়: ৪:৫৩ অপরাহ্ণ - রবিবার | অক্টোবর ২৫, ২০২০

তৃতীয় মাত্রা

পাথরঘাটা প্রতিনিধি : বরগুনার পাথরঘাটায় পুকুরের জালে আটকা পড়া ৯ হাত লম্বা অজগর সাপ উদ্ধার করা হয়েছে। বোববার (২৫ অক্টোবর) সকালে উপজেলার সদর ইউনিয়নের টেংড়া এলাকার পাগলা কালুর বাড়ির পুকুর থেকে উদ্ধার করা হয়। সাপটি ৯ হাত লম্বা ও ২০ কেজি ওজন হবে বলে জানান উদ্ধারকর্মী জাকির মুন্সি।ভিটিআরটি স্বেচ্ছাসেবক জাকির মুন্সি বলেন, ফজরের নামাজ পরার জন্য পুকুরে ওজু করতে গেলে পুকুরের পারে থাকা জাল নড়াচড়া করতে দেখা যায়। এসময় তিনি তার ছেলেকে ডাক দিলে সে এসে দেখেন জালের সাথে বড় একটি অজগর। তখন ভিটিআরটি অন্য স্বেচ্ছাসেবকদের সহযোগিতায় সাপটি উদ্ধার করা হয়। তিনি আরো জানান, পাথরঘাটা ফরেস্ট অফিসে খবর দেয়া হয়েছে তারা আসলে অবমুক্ত করা হবে। টেংড়া বিট কর্মকর্তা মো. সাইদুল ইসলাম জানান, অজগর সাপ নিয়ে রেঞ্জ কর্মকর্তার সাথে কথা হয়েছে, এটি বিহঙ্গ দ্বীপে অবমুক্ত করা হবে।

Read previous post:
আমতলীতে ইলিশ আহরন থেকে বিরত জেলেদের মাঝে ভিজিএফর চাল বিতরন

তৃতীয় মাত্রা আমতলী (বরগুনা) প্রতিনিধি: বরগুনার আমতলী পৌরসভায় প্রজনন মৌসুমে ইলিশ আহরন নিষিদ্ধ সময়ে মানবিক খাদ্য সহায়তা কর্মসূচীর আওতায় মৎস্য...

Close

উপরে