Logo
শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২০ | ১২ই অগ্রহায়ণ, ১৪২৭ বঙ্গাব্দ

দুই মাসে ক্যান্সার জয় করলেন সঞ্জয়

প্রকাশের সময়: ৯:৩০ অপরাহ্ণ - বৃহস্পতিবার | অক্টোবর ২২, ২০২০

তৃতীয় মাত্রা

বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত দুই মাস এক সপ্তাহে ক্যান্সার জয় করেছেন। তিনি ফুসফুস ক্যানসারে আক্রান্ত ছিলেন। গত ১২ আগস্ট তার শরীরে ক্যান্সার ধরা পরে। ৬১ বছর বয়সী সঞ্জয় দত্ত তার দুই সন্তানের জন্মদিনে এক টুইট বার্তায় ক্যান্সার জয়ের খবর জানান।

এক টুইট বার্তায় সঞ্জয় দত্ত লিখেন, ‘শেষ কয়েকটা সপ্তাহ আমার এবং গোটা পরিবারের জন্য খুব কঠিন সময় ছিল। তবে যেমন কথাতেই আছে, আরো কঠিন সৈনিকে পরিণত করতেই ভগবান আমাদের যুদ্ধে নামান। আজ আমার সন্তানদের জন্মদিনে আমি খুব আনন্দিত যে, এই যুদ্ধে আমি জয়লাভ করতে পেরেছি এবং ওদের সেরা উপহার দিতে পেরেছি—আমার পরিবারের সুস্বাস্থ্য ও মঙ্গল।’

টু্ইটবার্তায় সঞ্জয় আরও লেখেন ‘আমি বিশেষভাবে কৃতজ্ঞ ডা. শেওয়ান্তি ও তার চিকিৎসক টিমের প্রতি। এছাড়াও কোকিলাবেন হাসপাতালের নার্স ও স্বাস্থ্যকর্মীদের প্রতি আমি কৃতজ্ঞ তাদের চমৎকার সেবায়। যারা কয়েক সপ্তাহ ধরে আমার খুবই যত্ন করেছেন, খেয়াল রেখেছেন। আমি সত্যিই কৃতজ্ঞ এবং ধন্য।’

 

Read previous post:
সুরঞ্জিতের সমাবেশে বোমা হামলার মামলায় চার্জ গঠন

তৃতীয় মাত্রা সুনামগঞ্জের দিরাইয়ে সুরঞ্জিত সেনগুপ্তের সমাবেশে বোমা হামলার ঘটনায় হত্যাচেষ্টা ও বিস্ফোরক মামলায় পৃথক চার্জ গঠন করা হয়। এছাড়া...

Close

উপরে