Logo
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২০ | ১১ই অগ্রহায়ণ, ১৪২৭ বঙ্গাব্দ

শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌ রুটে লঞ্চ-স্পিডবোট চলাচল বন্ধ

প্রকাশের সময়: ৮:৩৫ অপরাহ্ণ - বৃহস্পতিবার | অক্টোবর ২২, ২০২০

তৃতীয় মাত্রা

বৈরী আবহাওয়ার কারণে শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌ রুটে লঞ্চ ও স্পিডবোট চলাচল করে বন্ধ করে দেয়া হয়েছে। ২ নম্বর বিপদ সংকেত ও পদ্মা নদীতে প্রবল ঢেউ থাকায় দুর্ঘটনা এড়াতে বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেল পৌনে ৪টা থেকে এ রুটে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।

ফেরির পর লঞ্চ ও স্পিডবোট বন্ধ হওয়ায় শিমুলিয়া-কাঁঠালবাড়ি রুটে চলাচলকারী যাত্রীরা চরম বিপাকে পড়েছেন। শিমুলিয়া ঘাট এলাকায় বর্তমানে কয়েকশ যাত্রী পারাপারের অপেক্ষায় রয়েছেন।

এ ব্যাপারে বিআইডব্লিটিএ’র শিমুলিয়া লঞ্চ ঘাটের পরিদর্শক মো. সোলেমান বলেন, সকাল থেকে লঞ্চ ও স্পিড বোট চলছিল। তবে বৈরী আবহাওয়ার কারণে নদীতে এখন ২ নম্বর বিপদ সংকেত চলছে। তাই দুর্ঘটনা এড়াতে শিমুলিয়া-কাঁঠালবাড়ি রুটে চলাচল করা ৮২টি লঞ্চ ও চার শতাধিক স্পিড বন্ধ রাখা হয়েছে। আবহাওয়া অনুকূলে না আসা পর্যন্ত লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ থাকবে।

 

Read previous post:
লেনদেনসহ এক সপ্তাহ বন্ধ থাকবে এমটিবির সব সেবা

তৃতীয় মাত্রা ব্যাংকিং সেবা আধুনিকায়নের জন্য মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের (এমটিবি) লেনদেন এক সপ্তাহ বন্ধ থাকবে। এ সময়ে গ্রাহক-ব্যাংক ও ব্যাংক-ব্যাংক...

Close

উপরে