Logo
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২০ | ১১ই অগ্রহায়ণ, ১৪২৭ বঙ্গাব্দ

লেনদেনসহ এক সপ্তাহ বন্ধ থাকবে এমটিবির সব সেবা

প্রকাশের সময়: ৮:৩১ অপরাহ্ণ - বৃহস্পতিবার | অক্টোবর ২২, ২০২০

তৃতীয় মাত্রা

ব্যাংকিং সেবা আধুনিকায়নের জন্য মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের (এমটিবি) লেনদেন এক সপ্তাহ বন্ধ থাকবে। এ সময়ে গ্রাহক-ব্যাংক ও ব্যাংক-ব্যাংক সব ধরনের লেনদেন সেবাও বন্ধ থাকবে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

দেশের সব তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো ওই সার্কুলারে বলা হয়, গ্রাহকদের উন্নত সেবা প্রদানের লক্ষ্যে কোর ব্যাংকিং সিস্টেমে ব্যাংকিং লেনদেন মাইগ্রেশন সম্পন্ন করার লক্ষ্যে আগামী ২৯ অক্টোবর রাত ১১টা ৫৫ মিনিট থেকে ৫ নভেম্বর রাত ৯টা ৩০ মিনিট পর্যন্ত এমটিব’র লেনদেন সাময়িকভাবে বিরত রাখার বিষয়ে সম্মতি জ্ঞাপন করা হয়েছে।

এই এক সপ্তাহে ব্যাংকের সব ধরনের শাখা ব্যাংকিং, চেক/ইএফটি/ আরটিজিএস লেনদেনসমূহ, পস/এটিএম এবং ই-কমার্স সাইটের ডেবিট এবং ক্রেডিট কার্ড লেনদেনসমূহ, ইন্টারনেট ব্যাংকিং বন্ধ থাকবে।

 

Read previous post:
রাঙ্গাবালীতে ঢেউয়ের তোড়ে ডুবে গেল স্পিডবোট, নিখোঁজ ৫

তৃতীয় মাত্রা পটুয়াখালীর রাঙ্গাবালীতে ঢেউয়ের তোড়ে একটি স্পিডবোট ডুবে গেছে। এতে পাঁচজন যাত্রী নিখোঁজ রয়েছেন। বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেল ৪টার...

Close

উপরে