Logo
বুধবার, ২৫ নভেম্বর, ২০২০ | ১০ই অগ্রহায়ণ, ১৪২৭ বঙ্গাব্দ

ব্যাপক সমালোচনার মুখে ধোনি

প্রকাশের সময়: ৯:২৪ অপরাহ্ণ - মঙ্গলবার | অক্টোবর ২০, ২০২০

তৃতীয় মাত্রা

করোনাকালের আইপিএলে চেন্নাই সুপার কিংসের অবস্থা করুণ। দলের চেয়েও যেন বড় বিপদে পড়েছেন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। তার পারফর্মেন্স তো তথৈবচ; পাশাপাশি নেতৃত্ব নিয়েও উঠেছে প্রশ্ন। সোশ্যাল সাইটে সমর্থকেরা ধুয়ে দিচ্ছেন ৪০ ছুঁই ছুঁই ধোনিকে। ক্রিকেট বিশেষজ্ঞরাও ধোনির সমালোচনায় মেতেছেন। এবার ভারতের সাবেক ক্রিকেটার কৃষ্ণমাচারি শ্রীকান্তও রীতিমতো চাঁছাছোলা ভাষায় ধোনিকে আক্রমণ করলেন।

ক্রিকেটপ্রেমীরা মজা করে চেন্নাই সুপার কিংসের নাম দিয়েছে ‘বৃদ্ধাশ্রম’। কারণ দলটিতে বয়স্ক ক্রিকেটারদের আধিক্য। আইপিএলে সবগুলো দলই তরুণ ভারতীয় ক্রিকেটারদের সুযোগ দিচ্ছে। ব্যতিক্রম একমাত্র চেন্নাই। তারা যেন বয়স্কদের নিয়েই সাফল্য পেতে চায়। কিন্তু বাস্তবে সাফল্য ধরা দিচ্ছে না। এবার প্রথম ১০ ম্যাচের ৭টিতেই হেরে সবার নিচে আছে চেন্নাই। এমন অবস্থায় সমালোচনা না হওয়ার কোনো কারণ নেই। ‘দলের তরুণরা ঝলক দেখাতে পারছে না’- ধোনির এই মন্তব্যের পর তার ওপর চটেছেন সবাই।

গতকাল দলের পরিবর্তন আনা প্রসঙ্গে ধোনি বলেছিলেন, ‘এদের পর্যাপ্ত সুযোগ দিতে হবে। যদি পারফর্ম না করে তখন অন্য কাউকে বেছে নেওয়া যায় এবং তখন তাকে সুযোগ দেওয়া যায়। দলের মধ্যে নিরাপত্তাহীনতা সৃষ্টি করতে চান না আপনি। এ মৌসুমে আমরা সে অবস্থায় নেই। আর আমরা তরুণদের খুব বেশি সুযোগ দেইনি। হয়তো আমরা এবার তরুণদের মধ্যে এমন কোনো ঝলক দেখিনি যাতে মনে হয়েছে অভিজ্ঞদের বাদ দিয়ে তাদের নেওয়া যেতে পারে।’

ধোনির এই মন্তব্যের জবাবে এবার মাঠে নেমেছেন আইপিএলের প্রথম মৌসুমে দলটির শুভেচ্ছা দূত হিসেবে কাজ করা শ্রীকান্ত। তিনি ধোনির সমালোচনা করে বলেছেন, ‘ধোনি যে প্রক্রিয়ার কথা বলছে সেটা আমি কখনোই মানতে পারছি না। সে যে প্রক্রিয়ার কথা বলছে তার কোনো মানে হয় না। প্রক্রিয়া নিয়ে কথা বলছে তো বলছেই। কিন্তু যে প্রক্রিয়ায় দল নির্বাচন করা হচ্ছে সেটাতেই গলদ আছে। ধোনি আসলে কী চায়? সে বলছে জগদীশানের মধ্যে ঝলক নেই, কিন্তু ‘স্কুটার’ যাদবের মধ্যে আছে? এটা হাস্যকর। আমি আজ এ উত্তর গ্রহণ করব না। এত প্রক্রিয়া প্রক্রিয়া করছে,ওদিকে চেন্নাইয়ের টুর্নামেন্ট শেষ হয়ে গেল।’

Read previous post:
ফের উত্তপ্ত পার্বত্য চট্টগ্রাম: গুলিতে পিসিপির সদস্য নিহত

তৃতীয় মাত্রা ফের উত্তম হয়ে উঠেছে পার্বত্য চট্টগ্রাম। রাঙ্গামাটির বাঘাইছড়িতে প্রতিপক্ষের গুলিতে নিহতের নাম রত্ন চাকমা (২২) নামে জেএসএস এমএন...

Close

উপরে