Logo
রবিবার, ২৫ অক্টোবর, ২০২০ | ৯ই কার্তিক, ১৪২৭ বঙ্গাব্দ

স্লোভেনিয়ায় প্রথম মসজিদ উদ্বোধন

প্রকাশের সময়: ৯:৪৫ অপরাহ্ণ - শনিবার | অক্টোবর ১৭, ২০২০

তৃতীয় মাত্রা

তৃতীয় মাত্রা ধর্ম ডেস্ক: প্রথমবারের মতো একটি মসজিদের উদ্বোধন হয়েছে ইউরোপীয় দেশ স্লোভেনিয়ায়। এই মসজিদটি নির্মাণের অনুমতি চেয়ে আবেদন করা হয়েছিল অর্ধশতাব্দী আগে। দেশটির কট্টরপন্থি ক্যাথলিকদের বিরোধীতায় এতদিন যাবৎ মুসলিমদের আবেদনটি আমলেই নিচ্ছিল স্লোভেনীয় সরকার। এমনকি এই মসজিদ নির্মাণকে ঘিরে দুই দফা গণভোট আয়োজনেরও দাবি করেছিল তারা। তবে দেশটির সাংবিধানিক আদালত কট্টরপন্থি ক্যাথলিকদের দাবি প্রত্যাখ্যান করে। দেশটির ইসলামী সম্প্রদায়ের প্রধান মুফতি নেদজাদ গ্রাবাস বলেছেন, ‘মসজিদের উদ্বোধন ছিল আমাদের জীবনের এক গুরুত্বপূর্ণ ঘটনা।’ খবর আরব নিউজের। ১৯৬০ সালের দিকে একটি মসজিদ নির্মাণের অনুমতি চাওয়া হয়েছিল। স্লোভেনিয়া তখন যুগোস্লোভিয়ার অংশ ছিল। দীর্ঘদিন পর ১৫ বছর আগে মসজিদ নির্মাণের অনুমতি দেয় কর্তৃপক্ষ। কিন্তু ক্যাথলিকদের ক্রমাগত বিরোধীতার কারণে এই প্রক্রিয়া আটকে ছিল। মসজিদের ভেতরের অংশ অবশেষে ২০১৩ সালে মসজিদটির নির্মাণকাজ শুরু হয়। ২০১৬ সালে মসজিদটিতে শূকরের মাথা ও রক্ত ছুঁড়ে মারার ঘটনা ঘটেছিল। মসজিদ নির্মাণের বিরোধীরা এমন কাজ করেছিল বলে ধারণা করা হয়। মসজিদটি নির্মাণে খরচ হয়েছে ৩০ কোটি ৪০ লাখ ইউরো। যার মধ্যে প্রায় ২৮ কোটি ইউরো দিয়েছে কাতার। মসজিদটিতে একসঙ্গে এক হাজার ৪০০ মানুষ নামাজ আদায় করতে পারবেন। এছাড়া মসজিদ প্রাঙ্গনে রয়েছে প্রশিক্ষণ কেন্দ্র, লাইব্রেরি, বাস্কেটবল মাঠ ও বাসস্থান। রয়েছে ৪০ মিটার উঁচু একটি মিনারও। স্লোভেনিয়ায় মোট জনসংখ্যা ২০ লাখ। এদের মধ্যে মুসলমানের সংখ্যা ৮০ হাজার।

Read previous post:
ইসলাম গ্রহণ করলেন বিখ্যাত ইউটিউবার জে কিম

তৃতীয় মাত্রা তৃতীয় মাত্রা ধর্ম ডেস্ক: ইসলাম ধর্ম গ্রহণ করেছেন দক্ষিণ কোরিয়ার বিখ্যাত ইউটিউবার জে কিম। ধর্মান্তরিত হওয়ার পর তিনি...

Close

উপরে