Logo
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২০ | ১১ই অগ্রহায়ণ, ১৪২৭ বঙ্গাব্দ

জুবায়ের আবারও গিনেস বুকে নাম লেখালেন

প্রকাশের সময়: ৯:২৬ অপরাহ্ণ - শুক্রবার | অক্টোবর ১৬, ২০২০

তৃতীয় মাত্রা

‘নেক থ্রো অ্যান্ড ক্যাচ’ ক্যাটাগরিতে অর্থাৎ কাঁধ দিয়ে ফুটবলকে শূন্যে ভাসিয়ে আবার কাঁধের ওপর নিয়ে আসার ফ্রি স্টাইলে ৩০ সেকেন্ডে ৩৩ বার তা করে দ্বিতীয় বারের মতো গিনেস বুকে নাম লিখিয়েছেন ঝালকাঠির জুবায়ের। ২০ সেপ্টম্বর গিনেস বুক কর্তৃপক্ষ জুবায়েরকে আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়ে এই তথ্য নিশ্চিত করেছেন। এর আগে এই রেকর্ড ছিলো ইন্ডিয়ার তরুণ কুমার নামের একজনের। তার রেকর্ড ছিল ৩০ সেকেন্ডে ২৯ বার।

এর আগে, জার্মানির এক যুবকের ৬০ সেকেন্ডে ৬২ বার বল শূন্যে ভাসানো রেকর্ড ভেঙে যুবায়ের ৬০ সেকেন্ডে ৬৫ বার তা করে প্রথম গিনেজ বুকে নাম লেখান ঝালকাঠি জেলা সদরের মসজিদ বাড়ি রোড এলাকার বাসিন্দা ও বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের ব্যবস্থাপনা বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র আশিকুর রহমান জুবায়ের (২২)। বিশিষ্ট ঠিকাদার জালাল আহম্মদ ও রোকসানা আহম্মদ দম্পতির চার ছেলে সন্তানের মধ্যে সবার ছোট জুবায়ের।

জুবায়েরের বাবা জালাল আহম্মদ বলেন, ‘খেলাধূলা করে দেশে খুব বেশি সাফল্য পাওয়া যায় না। এমন ধারণা থেকেই ছেলেকে পড়াশোনার প্রতি বেশি মনোযোগী হতে বলি। এখন সে দ্বিতীয়বার বিশ্বরেকর্ড করেছে। এ থেকে কী হবে জানি না। তবে চাই সে করুক। পড়াশোনার পাশাপাশি চালিয়ে যাক।’

Read previous post:
ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড কোনো সমাধান নয় : মিশেল ব্যাচলেট

তৃতীয় মাত্রা ধর্ষণ প্রতিরোধে আইনের শাসন, অপরাধের দ্রুত তদন্ত ও বিচার নিশ্চিত করতে হবে। তবে মৃত্যুদণ্ড কোনো সমাধান নয় বলে...

Close

উপরে