কাওরান বাজার থেকে ২.২ টন জাটকা ইলিশ মাছ উদ্ধার ও ৭ জনকে জরিমানা
অদ্য ১১/০৪/২০২১ খ্রিঃ তারিখে র্যাব-২ এর একটি আভিযানিক দল র্যাবের নির্বাহী ম্যাজিষ্ট্রেট জনাব মোহাম্মদ আনিসুর রহমান এর পরিচালনায় এবং মৎস্য অধিদপ্তরের যৌথ সহযোগিতায় রাজধানীর কাওরান বাজারে বেশ কয়েকটি মাছের আড়ৎ এ বিশেষ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। আভিযানিক দল কর্তৃক ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে দেখা যায় দেশের আইন অমান্য করে ৪-৬ ইঞ্চি আকারের জাটকা ইলিশ মাছ অবৈধভাবে মজুদ ও বিক্রয় করে আসছে। উক্ত অপরাধে ৭টি আড়ৎ এর মালিকদেরকে সর্বমোট ৩১,০০০/- টাকা জরিমানা করাসহ ২.২ টন জাটকা ইলিশ মাছ জব্দ করা হয়। অভিযান শেষে জব্দকৃত জাটকা ইলিশ মাছ স্থানীয় এতিমখানা ও গরিব-দুঃস্থদের মধ্যে বিতরণ করা হয়।
ভবিষ্যতেও র্যাব-২ এ ধরনের অভিযান অব্যাহত রাখবে। প্রেস বিজ্ঞপ্তি