Logo
বৃহস্পতিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২১ | ১লা আশ্বিন, ১৪২৮ বঙ্গাব্দ

ডোমারে ৩৯টি জাতের আলুর প্রদর্শনী

প্রকাশের সময়: ৪:২৩ অপরাহ্ণ - মঙ্গলবার | এপ্রিল ৬, ২০২১

তৃতীয় মাত্রা

ময়নুল হক, বিশেষ প্রতিনিধি : মুজিব বর্ষে বর্ষে ডোমার বিএডিসি,ডোমার বীজ আলু উৎপাদন খামার কৃষি সেবায় দিবানিশি” বিএডিসির বীজ দামে অল্প চাষির মুখে সেই গল্প এ শ্লোগানকে সামনে রেখে নীলফামারীর ডোমার খামারে বিদেশে রপ্তানিও শিল্পে ব্যবহার উপযোগী উন্নতমানের ৩৯টি জাতের আলুর প্রদর্শনী এবং মাল্টিলোকেশন যাচাই বিষয়ে মাঠ দিবস পালিত হয়েছে। আজ বিকেলে ভিত্তি বীজ আলু উৎপাদন খামারের হলরুমে মাঠ দিবস অনুষ্ঠিত হয়।ডোমার ভিত্তি বীজ আলু উৎপাদন খামারে উপ-পরিচালক মোঃ আবু তালেব মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএডিসির বীজ ও উদ্যান প্রকল্পের পরিচালক সদস্য মোঃ মোস্তাফিজুর রহমান। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএডিসির(মাবীউকৃবিপ্র) প্রকল্প পরিচালক আবির হোসেন,মান নিয়ন্ত্রণ যুগ্ন পরিচালক সুভাষ চন্দ্র ঘোষ। এ সময় বাংলাদেশের উন্নতজাতের ও উন্নমানের ৩৯টি জাতের বীজ আলুর মাঠ দিবস হয়। মাঠ দিবসে জানানো হয় ,এই আলুর জাতগুলো গবেষণা শেষ হয়েছে। আগামী মৌসুমে বীজ আলু সারাদেশের কৃষকদের মাঝে সরবরাহ করে আলু চাষে উৎসাহিত করা হবে।চিচস,ফ্রেন্সফ্রাইয়ের জন্য বিদেশ খেকে প্রচুর আলু আমাদানি করতো বাংলাদেশ। এই আলুগুলো চাষ হলে,আর বিদেশ থেকে আমদানি নয়,আমরা বিদেশে রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জণ করতে পারবো।
সাথে ছবি আছে।

Read previous post:
করোনায় আরও ৬৬ জনের মৃত্যু

তৃতীয় মাত্রা দেশে করোনা পরিস্থিতির ক্রমাগত অবনতি হচ্ছে। গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ৬৬ জনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন...

Close

উপরে