Logo
শনিবার, ১৭ এপ্রিল, ২০২১ | ৪ঠা বৈশাখ, ১৪২৮ বঙ্গাব্দ

বাংলা নববর্ষ উপলক্ষে বেলাল-লিজার ‘পাখি’

প্রকাশের সময়: ১২:২০ অপরাহ্ণ - বৃহস্পতিবার | এপ্রিল ৮, ২০২১

তৃতীয় মাত্রা

বাংলা নববর্ষ উপলক্ষে দ্বৈত কণ্ঠে গাইলেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী বেলাল খান ও লিজা। চলচ্চিত্রে প্লেব্যাকের পর এবার অডিওর জন্য তারা এক সঙ্গে কণ্ঠ দিলেন। গানের শিরোনাম ‘পাখি’।

গানটির কথা লিখেছেন মুসা কে মাহমুদ। সুর করেছেন শিল্পী বেলাল খান নিজে। সংগীতায়োজন করেছেন দীন ইসলাম শারুক।

রাজ বিশ্বাস শংকরের পরিচালনায় গানের ভিডিওতে মডেল হয়েছেন জাহের আলভী, মিতু ও বেশ কয়েকজন নৃত্যশিল্পী।

শিগগিরই গানের ভিডিওটি প্রকাশ পাবে বেলাল খানের নিজস্ব ইউটিউব চ্যানেলে।

গানটি নিয়ে শিল্পী বেলাল খান বলেন, ‘বাংলা নববর্ষকে গানে গানে বরণ করে নিতেই আমাদের এই আয়োজন। এ সময়ের শ্রোতার ভালো লাগাকে প্রাধান্য দিয়েই গানের সুর ও সংগীতায়োজন করা হয়েছে। আমি ও লিজা দুজনেই চেষ্টা করেছি গায়কিতে নিজেদের ভেঙে নতুনভাবে তুলে ধরতে। ভিডিওতে আছে ভিন্নতা, যা অনেকের মনোযোগ কাড়বে বলেই আশা করছি।’

অপরদিকে লিজা বলেন, ‘উৎসবে শ্রোতা যে ধরনের রিদমিক গান শুনতে চান, ‘পাখি’ তেমনই একটি গান। বেলাল খান ও আমার গাওয়া আগের গানগুলো থেকে কিছুটা হলেও এটি ভিন্ন ধাঁচের। নাচের ছন্দে গাওয়া রোমান্টিক সুরের এই গান অনেকের ভালো লাগবে বলেই আমার বিশ্বাস।’

Read previous post:
যে নতুন ৩ লক্ষণ করোনাভাইরাসের!

তৃতীয় মাত্রা তৃতীয় মাত্রা স্বাস্থ্য ডেস্ক : বিগত এক বছর ধরে করোনাভাইরাস বিশ্বব্যাপী তাণ্ডবলীলা চালিয়ে যাচ্ছে। শুরু হয়েছে করোনার দ্বিতীয়...

Close

উপরে