Logo
শনিবার, ১৭ এপ্রিল, ২০২১ | ৪ঠা বৈশাখ, ১৪২৮ বঙ্গাব্দ

সুখী দম্পতিদের গোপন কিছু তথ্য

প্রকাশের সময়: ১২:৩৯ অপরাহ্ণ - মঙ্গলবার | সেপ্টেম্বর ২৯, ২০২০

তৃতীয় মাত্রা

যৌন সংক্রান্ত বিষয়ে মানুষের মধ্যে নানা ধরনের ভ্রান্ত ধারণা রয়েছে। অনেকেই বিশেষাঙ্গ কিংবা মিলনের সময় নিয়ে ভুল ধারণা পোষণ করেন।

আর্কাইভ অব সেক্সুয়াল বিহেভিয়র ২০১৭ সালে এক পরিসংখ্যানে দেখেছে, প্রাপ্ত বয়স্করা বছরে গড়ে ৫৪ বার শারীরিকভাবে মিলিত হয়। সেই হিসেবে সপ্তাহে অন্তত একবার প্রাপ্ত বয়স্করা শারীরিক সম্পর্কে জড়ায়।

২০১৫ সালের আরেক পরিসংখ্যানে দেখা গেছে, যেসব দম্পতি সপ্তাহে অন্তত একবার শারীরিক সম্পর্কে জড়িয়েছে, যৌন বিষয়ে তারা সন্তুষ্ট।

সোশ্যাল সাইকোলজিক্যাল অ্যান্ড পার্সোনালিটি সায়েন্স এর গবেষকরা জেনেছেন, যারা সপ্তাহেও একবার শারীরিক সম্পর্কে জড়ান না তাদের তুলনায় সপ্তাহে অন্তত একবার হলেও শারীরিক সম্পর্কে জড়ানো দম্পতিরা বেশি সুখী।

তবে বাল্টিমোর থেরাপি সেন্টারের যৌন রোগ বিশেষজ্ঞ ও পরামর্শদাতা রাফি বাইলেক বলেন, দম্পতির মধ্যে নানা বিষয়ে বোঝাপড়া ভালো থাকলে এবং যৌন বিষয়ে উভয়ে সন্তুষ্ট থাকলে সংখ্যাটা বিবেচনায় পড়ে না। সেক্ষেত্রে সপ্তাহে কিংবা মাসে একবার শারীরিক সম্পর্ক হলেও প্রভাব পড়ে না।

সূত্র : হেলথ ডটকম

 

Read previous post:
টিবি রোগে আক্রান্ত অভিনেতা ও সংসদ সদস্য ফারুক

তৃতীয় মাত্রা বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার মিয়া ভাইখ্যাত কিংবদন্তি অভিনেতা ও ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য ফারুক গুরুতর অসুস্থ। উন্নত...

Close

উপরে