Logo
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২০ | ১৩ই কার্তিক, ১৪২৭ বঙ্গাব্দ

সুস্থ থাকতে চাইলে ফ্রিজে একটি কয়েন রাখুন

প্রকাশের সময়: ১১:৪৮ পূর্বাহ্ণ - শনিবার | সেপ্টেম্বর ২৬, ২০২০

তৃতীয় মাত্রা

মাছ, মাংস থেকে শাকসবজি—সবই সংরক্ষণ করা হয় ফ্রিজে। কিন্তু বিদ্যুৎ না থাকলে তো ফ্রিজ সচল থাকে না। তখন ফ্রিজের ঠাণ্ডা কমে বা বরফ গলে খাবারে পড়তে পারে। তারপর আবার বিদ্যুৎ এলে সেই খাবার শীতল হয়।

বাসায় ফিরে এসে আপনি সেই খাবার খেয়েছেন। স্বাভাবিক ভাবেই আপনার শরীর খারাপ হবে। কিন্তু এমনটা পরিস্থিতি থেকে বাঁচতে একটি কয়েনের সাহায্য নিতে পারেন।

প্রথমে পানি ভর্তি একটি মগ নিন। তারপর তা ফ্রিজে রেখে দিন। পানি জমে বরফ হয়ে গেলে তার উপর এক টাকার একটি কয়েন রাখুন। কয়েনটি যদি জলের অল্প নিচে থাকে তাহলে বুঝবেন কিছুক্ষণের জন্য বিদ্যুৎ ছিল না। এরকম হলে ফ্রিজে রাখা সব খাবার চেক করে খাওয়া ভালো। দেখে নিন সব খাবার খাওয়ার উপযুক্ত আছে কি-না, তারপর খান।

মগের একদম তলায় কয়েনটি পড়ে থাকলে বুঝবেন বেশ কয়েকদিন বিদ্যুৎ ছিল না। সব পানি গলে যাওয়ার কারণে কয়েনটি একদম নিচে চলে গেছে। এমন হলে ফ্রিজের সব খাবার ফেলে দিন। কারণ সেই খাবার খেলে অবশ্যই অসুস্থ হয়ে পড়বেন।

যদি বাসায় ফিরে এসে দেখেন যেমন রেখে গিয়েছিলেন কয়েনটি তেমন আছে; তাহলে চিন্তার কোনো কারণ নেই। কারণ ফ্রিজটি সচল ছিল, তাই বরফ গলে পানি হয়নি; সে কারণে কয়েনটি উপরেই আছে। সেই খাবার নিশ্চিন্তে খেতে পারেন।

Read previous post:
ইউক্রেনে সামরিক বিমান বিধ্বস্ত হয়ে নিহত ২২

তৃতীয় মাত্রা ইউক্রেনিয়ান বিমান বাহিনীর একটি বিমান বিধ্বস্ত হয়েছে প্রশিক্ষণার্থীসহ অন্তত ২২ জন নিহত হয়েছেন এবং দুজন মারাত্মকভাবে আহত হয়েছেন।...

Close

উপরে