Logo
বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২০ | ১৫ই আশ্বিন, ১৪২৭ বঙ্গাব্দ

ভারতে করোনা সংক্রমণ ৫০ লাখ ছাড়ালো

প্রকাশের সময়: ৫:৪৩ অপরাহ্ণ - বুধবার | সেপ্টেম্বর ১৬, ২০২০

তৃতীয় মাত্রা

ভারতে করোনায় আক্রান্তের সংখ্যা প্রতিদিনই বাড়ছে । এরই মধ্যে দেশটিতে আক্রান্তের সংখ্যা ৫০ লাখ ছাড়িয়ে গেছে। বিশ্বে যুক্তরাষ্ট্রের পর এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ভারতে। খবর বিবিসি,

গত কয়েকদিনে অন্যান্য দেশের তুলনায় ভারতে আক্রান্তের সংখ্যা দ্রুত গতিতে ছড়িয়ে পড়েছে। মঙ্গলবার পর্যন্ত গত পাঁচদিনে একটানা আক্রান্তের সংখ্যা ছিল গড়ে ৯০ হাজারের বেশি। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ৮০ হাজারের বেশি মানুষ। সংক্রমণ বাড়তে থাকায় দেশটিতে ইন্টেন্সিভ কেয়ার বেড এবং অক্সিজেন সংকট দেখা দিয়েছে।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ২৪ ঘণ্টায় দেশটিতে আক্রান্তের সংখ্যা ৯০ হাজার ১২৩। ফলে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৫০ লাখ ২০ হাজার ৩৬০। এদিকে গত ২৪ ঘণ্টায় নতুন করে দৈনিক মৃত্যুর রেকর্ড করেছে ভারত। একদিনেই মারা গেছে আরও ১ হাজার ২৯০ জন। ভারতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ৮২ হাজার ৬৬ জন। দেশটিতে করোনায় মৃত্যুহার ১ দশমিক ৬৩ শতাংশ।

অপরদিকে, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে উঠেছে ৮২ হাজার ৯৬১ জন। এখন পর্যন্ত ভারতে করোনা থেকে মোট সুস্থ হয়ে উঠেছে ৩৯ লাখ ৪২ হাজার ৩৬০ জন। দেশটিতে সুস্থতার হার ৭৬ দশমিক ৫৩ শতাংশ।

রাজধানী দিল্লিতে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ২ লাখ ২৫ হাজার ৭৯৬ জন। সেখানে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ৪ হাজার ৮০৬ জন। উল্লেখ্য, গত এক সপ্তাহেই ভারতে প্রায় ৬ লাখের বেশি মানুষ করোনায় সংক্রমিত হয়েছেন।

Read previous post:
আগস্টে সড়ক দুর্ঘটনায় নিহত ৪৫৯

তৃতীয় মাত্রা আগস্ট মাসে দেশের সড়ক-মহাসড়কে ৩৮৮টি দুর্ঘটনায় ৪৫৯ জন নিহত ও ৬১৮ জন আহত হয়েছেন। এই সময় রেলপথে ১৫টি...

Close

উপরে