তৃতীয় মাত্রা
মোঃ লোকমান হোসেন, শার্শা উপজেলা (যশোর) প্রতিনিধি:—যশোরের শার্শা উপজেলার শালকোনা সীমান্ত থেকে ২৪ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) সদস্যরা।বুধবার (৯ সেপ্টেম্বর)সকালে শার্শা উপজেলার শালকোনা সীমান্ত থেকে মাদকসহ তাদেরকে আটক করা হয়।আটককৃত ব্যক্তিরা হলেন, শার্শা থানাধীন শালকোনা গ্রামের মেহেদী হাসান (১৯), রিয়াদ হোসেন (২২) ও সবুজ হোসেন ( ২৮)।যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়ানের অধিনায়ক লেঃ কর্নেল সেলিম রেজা জানান, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকায় গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়। পরবর্তীতে আজ বুধবার ৯ সেপ্টেম্বর সকালে শার্শা শালকোনা সীমান্তে অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ২৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।তিনি আরো বলেন,আটককৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে ।