Logo
বৃহস্পতিবার, ২৮ মে, ২০২০ | ১৪ই জ্যৈষ্ঠ, ১৪২৭ বঙ্গাব্দ

আমি রাজি প্রেমে পড়তে: শুভশ্রী

প্রকাশের সময়: ১২:৪৫ অপরাহ্ণ - রবিবার | সেপ্টেম্বর ৪, ২০১৬

এবার পুজোয় জমজমাটি শুভশ্রী কামব্যাক। সেখানে কলেজ লাভ স্টোরি নিয়ে ‘প্রেম কি বুঝি নি’। সদ্য মুক্তি পেয়েছে এই ছবির গান ‘আমি রাজি’। যা এখন ইউটিউবে অসময় বসন্ত নিয়ে এসেছে।

ছবিতে আরও একবার কলেজ স্টুডেন্টের ভূমিকায় দেখা যাবে নায়িকাকে। সঙ্গে ওম। যেখানে প্রথমে অপছন্দ, তারপর বন্ধুত্ব, তার তারপর প্রেম, মনমালিন্য, ভুল বোঝাবুঝি শেষে হ্যাপি এন্ডিং সব রশদই রয়েছে।
ছবির গল্প অনুযায়ী, ছোট থেকে ইংল্যান্ডে বড় হয়েছে ওম। পড়াশোনায় তুখড়। এদিকে বাংলা মিডিয়ামের মেয়ে শুভশ্রী। পড়াশোনা করতে ইংল্যান্ডে আসে। ইংল্যান্ডের কলেজ ক্যাম্পাসে দেখা হয় দুজনের তারপর এগোয় ছবির কাহিনি।
এবার পুজোয় একসঙ্গে আসতে চলেছে শুভশ্রীর তিন তিনটে সিনেমা। কারও নিশ্চই অজানা নয় এই তালিকায় রয়েছে দেব-এর সঙ্গে ‘ধূমকেতু’ও।
Read previous post:
রিজার্ভ চুরি: আসামির তালিকায় কেন্দ্রীয় ব্যাংকের ১০ কর্মকর্তা

কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ চুরির মামলায় আসামির কাঠগড়ায় দাঁড়াতে চলেছেন বাংলাদেশ ব্যাংকেরই ১০ কর্মকর্তা। তদন্তের ৭০ শতাংশ শেষে এমনটিই জানা যায়।...

Close

উপরে