Logo
মঙ্গলবার, ০৪ আগস্ট, ২০২০ | ২০শে শ্রাবণ, ১৪২৭ বঙ্গাব্দ

কাঁদলেন সুশান্তের প্রেমিকা

প্রকাশের সময়: ৬:৩২ অপরাহ্ণ - শনিবার | আগস্ট ১, ২০২০

তৃতীয় মাত্রা

এতদিন পুরো বিষয়টা শক্ত হাতেই সামলাচ্ছিলেন। সুশান্তের আকস্মিক মৃত্যু থেকে পুলিশের জেরা- সব ক্ষেত্রেই দৃঢ় মনের পরিচয় দিয়েছেন সুশান্ত সিং রাজপুতের প্রেমিকা রিয়া চক্রবর্তী। কিন্তু এবার তিনি ভেঙে পড়েছেন৷ তার কারণ, সুশান্তের পরিবার দোষী মনে করছে তাকে।

একাধিক অভিযোগে জর্জরিত অভিনেত্রী নতুন এক ভিডিও বার্তা দিয়েছেন। সেখানে কাঁদতে কাঁদতে তিনি হাজির হয়েছেন সবার সামনে।

এসব অভিযোগে বিদ্ধ হয়ে এবার আর নিজেকে শক্ত করে ধরে রাখতে পারলেন না। তার পরিবারের পক্ষ থেকেও একটি ভিডিও পোস্ট করা হয়েছে। সেখানেই বার্তা দিতে গিয়ে কেঁদে ফেললেন প্রয়াত সুশান্তের গার্লফ্রেন্ড। তার বিরুদ্ধে ওঠা অভিযোগের পর এই প্রথম নিজে থেকে কোনো ভিডিও বার্তা দিলেন রিয়া।

ভিডিওতে রিয়া জানান, দেশের বিচার ব্যবস্থার প্রতি তার সম্পূর্ণ আস্থা রয়েছে। সত্যিটা সামনে আসবেই। অভিনেত্রী বলেন, ‘আমার ঈশ্বর এবং বিচার ব্যবস্থার উপর পূর্ণ আস্থা আছে। কোনো মিথ্যে অভিযোগ টিকবে না। আমার বিশ্বাস, আমি সুবিচার পাবই। সত্যের জয় হবেই।’

এদিকে, মুম্বাই পুলিশকে সুশান্ত মৃত্যু তদন্তের ভার দেওয়া নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন রিয়া। ৫ আগস্ট সেই মামলার শুনানি।

Read previous post:
ভারতে এক দিনে সংক্রমণের রেকর্ড

তৃতীয় মাত্রা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জনবহুল দেশ ভারতে গত ২৪ ঘণ্টায় ৫৭ হাজার মানুষ নভেল করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন, যা দেশটিতে...

Close

উপরে