Logo
সোমবার, ০৩ আগস্ট, ২০২০ | ১৯শে শ্রাবণ, ১৪২৭ বঙ্গাব্দ

চলতি মাসে শুরু ধোনি-রায়নাদের ক্যাম্প

প্রকাশের সময়: ৬:১৭ অপরাহ্ণ - শনিবার | আগস্ট ১, ২০২০

তৃতীয় মাত্রা

সবকিছু ঠিকঠাক থাকলে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের এবারের আসর শুরু হচ্ছে আগামী ১৯ সেপ্টেম্বর থেকে। সে লক্ষ্যে অন্তত মাসখানেক সময় নিয়ে অনুশীলন শুরু করতে চায় টুর্নামেন্টের অন্যতম সফলতম দল চেন্নাই সুপার কিংস। ভারতীয় সরকার এবং আইপিএল আয়োজকদের অনুমতি সাপেক্ষে চলতি মাসেই শুরু হবে অনুশীলন ক্যাম্প।

করোনাভাইরাসের কারণে এবারের আইপিএলের পুরো আসর হবে আরব আমিরাতে- এ খবর পুরোপুরি নিশ্চিত। টুর্নামেন্ট শুরু হবে সেপ্টেম্বরের ১৯ তারিখ আর শেষ হবে নভেম্বরের ৮ বা ১০ তারিখ- এটিও নিশ্চিত। রোববার (২ আগস্ট) আইপিএল গভর্নিং কাউন্সিলের সভার পর আসতে পারে আনুষ্ঠানিক ঘোষণা।

তবে অংশগ্রহণকারী সব দলকেই জানিয়ে দেয়া হয়েছে এসব সিদ্ধান্তের ব্যাপারে। এ কারণেই নিজেদের দলকে যথাযথ প্রস্তুত করতে এক মাস সময় নিয়ে আরব আমিরাতে অনুশীলন ক্যাম্প শুরু করবে চেন্নাই সুপার কিংস। এ দলের খেলোয়াড়দের গড় বয়স অন্য সব দলের চেয়ে অনেক বেশি। করোনার লকডাউনে তাদের ফিটনেসের অবস্থা নাজেহাল হওয়াটাই স্বাভাবিক।

তাই ছন্দ ফিরে পেতে চলতি মাসে ২০ অথবা ২১ তারিখে আরব আমিরাতে অনুশীলন ক্যাম্প শুরু করে দেবে চেন্নাই ফ্র্যাঞ্চাইজি। সে লক্ষ্যে এরই মধ্যে আয়োজকদের সঙ্গে কথা বলেছে তারা। তবে অনুমতি পেতে হবে দেশের সরকারের কাছ থেকেও।

করোনা লকডাউনের আগে গত মার্চে সবার আগে অনুশীলন ক্যাম্প শুরু করেছিল চেন্নাই সুপার কিংসই। যেখানে যোগ দিয়েছিলেন সুরেশ রায়না, আম্বাতি রাইডুর মতো সিনিয়র ক্রিকেটাররা। তখন জানা ছিল যে, মার্চের ২৯ তারিখ শুরু হবে আইপিএল। কিন্তু করোনার কারণে এটি পিছিয়ে গেছে প্রায় ছয় মাস।

Read previous post:
৩৩ বছর ধরে দশম শ্রেণিতে ফেল করছিলেন, করোনায় হলো রক্ষা

তৃতীয় মাত্রা মহামারী করোনা সাপে বর হয়ে গেলে ৫১ বছর বয়সী এক ব্যক্তির। করোনার কারণে পরীক্ষা ছাড়াই পাস করে গেলেন...

Close

উপরে