Logo
মঙ্গলবার, ০৪ আগস্ট, ২০২০ | ২০শে শ্রাবণ, ১৪২৭ বঙ্গাব্দ

দেশে ফিরেছেন তামিম

প্রকাশের সময়: ৫:০৫ অপরাহ্ণ - শনিবার | আগস্ট ১, ২০২০

তৃতীয় মাত্রা

লন্ডনে প্রাথমিক চিকিৎসা নিয়ে শনিবার দেশে ফিরেছেন জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। গত ২৫ জুলাই চিকিৎসা করাতে লন্ডন গিয়েছিলেন তামিম।

বেশ কিছুদিন ধরেই অন্ত্রে ব্যথা অনুভব করছিলেন দেশসেরা ওপেনার। ঢাকায় সিটি স্ক্যানসহ একাধিক টেস্ট করিয়েছিলেন। কোনও রিপোর্টে সমস্যা খুঁজে পাননি চিকিৎসকরা। এজন্য উন্নত চিকিৎসার জন্য লন্ডনে গিয়েছিলেন।

শনিবার সকালে দেশে ফেরেন তামিম। আপাতত বিশ্রামে থাকবেন এ ক্রিকেটার। লন্ডনে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়েছেন চিকিৎসক। তবে বেশ কিছু জটিল পরীক্ষা করানো হয়েছে। সেগুলোর রিপোর্ট পেতে সপ্তাহখানেক সময় লাগবে। করোনার এ সময়ে বিদেশে অপেক্ষা করতে চাননি তামিম। এজন্য দেশে ফিরে আসেন ।

তামিমের পারিবারিক সূত্র বলছে, জটিল কিছু হলে তামিম ওখানেই চিকিৎসা নিতেন। নিশ্চয়ই ভালো কিছুর আভাস পেয়েছেন এজন্য দেশে ফিরে এসেছেন। তবুও রিপোর্টের অপেক্ষায় থাকবেন তারা। রিপোর্ট হাতে পাওয়ার পর টেলিকনফারেন্সে চিকিৎসা নেওয়ার কথা তামিমের।

Read previous post:
গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ প্রায় ৩ লাখ করোনায় আক্রান্ত: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

তৃতীয় মাত্রা প্রায় দীর্ঘ ৮ মাস ধরে মহামারী করোনাভাইরাসে আক্রান্ত গোটা বিশ্ব। করোনার কারণে অচল হয়ে পরা অর্থনৈতিক চাকাকে সচল...

Close

উপরে