Logo
মঙ্গলবার, ০৪ আগস্ট, ২০২০ | ২০শে শ্রাবণ, ১৪২৭ বঙ্গাব্দ

এলো খুশির ইদ

প্রকাশের সময়: ১২:৫৮ অপরাহ্ণ - শুক্রবার | জুলাই ৩১, ২০২০
     এলো খুশির ইদ
              কমল মল্লিক
ঈদুল  আযহা   এলো বছর  ঘুরে
খুশির আমেজ  সবার   ঘরে ঘরে।
ভুলে যাবো আজ সব মান অভিমান
আনন্দটা ভাগ করবো সম পরিমাণ।
সবাই যেন  পায় কোরবানির মাংশ
এক ভাগ রেখে  দিও গরিবের অংশ।
আত্মত্যাগের শিক্ষায় হল সবচেয়ে বড়
মনের পশুটাকেও এবার কোরবানি কর।
ভোগ করে ভোগে সে ত্যাগ করে হাসে
এই ইদে থাকবো আমরা অসহায়ের পাশে।
বছর ধরে ইদ আনন্দে থাকার করবো চেষ্টা
বর্জ্য মুক্ত রাখবো সবাই আমাদেরই দেশটা।
কুরবানির নিয়ত হবে প্রতি কাজকর্মে
এমটিই কিন্তুু বলা আছে ইসলাম ধর্মে।
কুরবানির ঐ ইদ আসবে কবে আবার
আত্ম ত্যাগের শক্তিতে মুক্তি মিলে সবার।
১৬ই শ্রাবণ ১৪২৭
Read previous post:
ঈদে যাত্রীর চাপ কম বাসে-লঞ্চে স্বাস্থ্যবিধি উপেক্ষার অভিযোগ

তৃতীয় মাত্রা আজ শুরু হয়েছে ঈদুল আজহার ছুটি। অন্যান্যবার ছুটির আগে থেকেই ঢাকার স্টেশন, টার্মিনাল, ঘাটগুলো থাকত জনারণ্য। স্রোতের মতো...

Close

উপরে