ভৈরবে দুই হাজার মাস্ক বিতরণ করেছে এনআরবিসি ব্যাংক
তৃতীয় মাত্রা
রাজীবুল হাসান, ভৈরব (কিশোরগঞ্জ) : কিশোরগঞ্জের ভৈরবে শ্রমজীবী মানুষদের মাঝে দুই হাজার মাস্ক বিতরণ করেছ এনাআরবিসি ব্যাংক। শনিবার বেলা ১১ টায় ভৈরব দুর্জয় মোড় সংলগ্ন ঢাকা-সিলেট মহাসড়কে এনআরবিসি ব্যাংকের ভৈরব শাখার কর্মকর্তারা শ্রমজীবীদের মাঝে মাস্ক বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন ভৈরব শাখার ব্যবস্থাপক ইলিয়াস উদ্দিন ,ভৈরব বাজার উপ শাখার ইনর্চাজ রকিবুল হাসান সবুজ ,আশুগঞ্জ উপ শাখার ইনর্চাজ এসএম সাগর আহমদে, ব্যাংক কর্মকর্তা মো. হাবিবুল্লাহ , নিয়ামতউল্লাহ ফয়সাল ,রাজীবুল হাসান ,ইশতেহাক আহমেদ সেজান, মুজাহিদুর ইসলাম, ইমরুল ইসলাম জেকি , মাজাহারুল ইসলাম রনি, মো.মোবারক হোসেন, জাহিদুল ইসলাম ,তন্ময় সাহা ,সাব্বির আহমেদ প্রমূখ। ভৈরব শাখা ব্যবস্থাপক ইলিয়াছ উদ্দিন জানান, এনআরবিসি ব্যাংক দেশের কোভিট-১৯ করোনা ভাইরাসের প্রার্দুভাবে ঝুকিঁ নিয়ে ব্যাংকি সেবা দিয়ে আসছে। শুধু তাই নয় করোনা ভাইরাস মোকাবেলায় যারা সম্মুখভাগে কাজ করছে তাদের স্বাস্থ্য সুরক্ষায় পিপিসহ গ্লাফস,ফেসশিড বিতরণ করেছে। তেমনিভাবে আজ শ্রমজীবীদের স্বাস্থ্য সুরক্ষার জন্য দুই হাজার মাস্ক বিতরণ করা হয়েছে । সেই জন্যই এনআরবিসি মানবিক ব্যাংক হিসেবে স্বীকৃতি পেয়েছে।