Logo
মঙ্গলবার, ০৪ আগস্ট, ২০২০ | ২০শে শ্রাবণ, ১৪২৭ বঙ্গাব্দ

পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক করোনা আক্রান্ত, সিএমএইচে ভর্তি

প্রকাশের সময়: ৮:১৫ অপরাহ্ণ - বৃহস্পতিবার | জুলাই ২, ২০২০

তৃতীয় মাত্রা

পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক করোনা আক্রান্ত। সংসদে নিয়মিত টেস্ট করানো হলে তিনি করোনা পজেটিভ রিপোর্ট পান। আজ বৃহস্পতিবার  এ তথ্য নিশ্চিত করেছেন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আসিফ আহমেদ।

আসিফ আহমেদ বলেন, ওনার কোনো উপসর্গ নেই। তবে পরীক্ষায় করোনা পজেটিভ এসেছে। এখন তিনি সিএমএইচে ভর্তি আছেন।

পানিসম্পদ প্রতিমন্ত্রী কবে ভর্তি হয়েছে জানতে চাইলে তিনি বলেন, কয়েকদিন হতে পারে। আপনি ওনার পিএসের সঙ্গে কথা বলতে পারেন।

এরপর প্রতিমন্ত্রীর একান্ত সচিব (পিএস) নুর আলমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি আইসোলেশনে আছি। এ বিষয়ে কোনো কথা বলতে পারবো না। আপনি যার কাছে শুনেছেন, তার সঙ্গে কথা বলেন।

Read previous post:
করোনা শনাক্তের পর ২৮ দিন পার হলে কাজে যোগ দেওয়া যাবে

তৃতীয় মাত্রা লক্ষণ-উপসর্গমুক্ত হওয়া সাপেক্ষে করোনা শনাক্তের পর ২৮ দিন পার হলে কাজে যোগ দেওয়া যাবে। স্বাস্থ্য অধিদফতর এই তথ্য...

Close

উপরে