Logo
মঙ্গলবার, ০৪ আগস্ট, ২০২০ | ২০শে শ্রাবণ, ১৪২৭ বঙ্গাব্দ

করোনা আক্রান্ত চিকিৎসক-নার্সদের জন্য কুইক রেসপন্স টিম

প্রকাশের সময়: ৭:২৮ অপরাহ্ণ - বৃহস্পতিবার | জুলাই ২, ২০২০

তৃতীয় মাত্রা

সরকারি হাসপাতালে দায়িত্ব পালনে করোনায় আক্রান্ত চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের চিকিৎসা নিশ্চিত করাসহ সার্বিক সহযোগিতা দিতে কুইক রেসপন্স টিম গঠন করেছে সরকার।

বুধাবর (১ জুলাই) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের (প্রশাসন-২ শাখা) উপসচিব মো. আবদুছ সালাম স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা জারি করা হয়।

বৃহস্পতিবার (২ জুলাই) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মো. মাইদুল ইসলাম প্রধান বলেন, করোনায় আক্রান্ত রোগীদের চিকিৎসা দিতে গিয়ে অনেক চিকিৎসক, নার্স আক্রান্ত হচ্ছেন। তাদের চিকিৎসা নিশ্চিত করতে এ টিম গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে।

Read previous post:
ঢাকায় ঘনবসতিপূর্ণ এলাকায় পশুর হাট বসবে না : মেয়র আতিক

তৃতীয় মাত্রা করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে রাজধানীর ভেতরে ঘনবসতিপূর্ণ এলাকায় কোরবানির পশুর হাট না বসানোর সিদ্ধান্ত নিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন...

Close

উপরে