Logo
মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২০ | ৩০শে আষাঢ়, ১৪২৭ বঙ্গাব্দ

গাজীপুরে নতুন করে ৩৭ করোনা শনাক্ত, আরও ২ জনের মৃত্যুতে সংখ্যা দাঁড়িছে ৪১

প্রকাশের সময়: ৬:০৮ অপরাহ্ণ - মঙ্গলবার | জুন ৩০, ২০২০
তৃতীয় মাত্রা
আরিফ মন্ডল, শ্রীপুর (গাজীপুর); গাজীপুরে নতুন করে আরও ৩৭ জন করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে গাজীপুরে জেলায় করোনায় আক্রান্ত রোগীর মোট সংখ্যা ৩ হাজার ৪৩৫ জন। এই সময়ে করোনা ভাইরাসমুক্ত হয়ে ৯৭৯ জন সুস্থ স্বাভাবিক জীবন ফিরে পেয়েছেন।করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গাজীপুরে এ পর্যন্ত মৃতের সংখ্যা ৪১ জন। গাজীপুরে সিভিল সার্জনের ফেসবুক গ্রুপ থেকে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।মঙ্গলবার ৩০ জুন গাজীপুর জেলা সদর সহ উপজেলার  করোনায় আক্রান্তের সংখ্যা বিশ্লেষণে গাজীপুরে সদরে আক্রান্তের সংখ্যা নতুন করে ২৯ জন সহ মোট ২ হাজার ৯০ জন, কালিগঞ্জে নতুন ০২ জনসহ মোট আক্রান্ত ৩০৯ জন, কাপাসিয়ায় মোট ২২৩ জন, কালিয়াকৈর নতুন করে ০৬ জন মোট ৪১৩ জন ও শ্রীপুরে মোট আক্রান্তের সংখ্যা ৪০০ জন। সব মিলিয়ে ৩০ জুন পর্যন্ত প্রাপ্ত রিপোর্টে গাজীপুর জেলায় মোট ৩৪৩৫ জন করোনা রোগী নিশ্চিত হয়েছে। গত ২৪ ঘন্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৩৪৮ জনের। এ পর্যন্ত নমুনা পরিক্ষা করা হয় ২৩ হাজার ৮২০ জনের। গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ২ জনের এপর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িছে ৪১ জন এবং গত ২৪ ঘন্টায় করোনা নতুন করে ১৫৩ জন সুস্থ হওয়ায়, মোট ৯৭৯ জন সুস্থ স্বাভাবিক জীবন ফিরে পেয়েছেন।
Read previous post:
বাংলাদেশের ভয়াবহ ৫ টি লঞ্চডুবির ঘটনা

তৃতীয় মাত্রা ঢাকার পোস্তগোলা সংলগ্ন এলাকায় মর্নিং বার্ড নামে একটি লঞ্চডুবির ঘটনার পর বাংলাদেশে নৌপথে নিরাপত্তা দুর্ঘটনার বিষয়টি আবারো সামনে...

Close

উপরে