Logo
বুধবার, ০৮ জুলাই, ২০২০ | ২৪শে আষাঢ়, ১৪২৭ বঙ্গাব্দ

শিরোনাম

শুটিংয়ের জন্য প্রস্তুত ফারিয়া

প্রকাশের সময়: ৯:৩৫ অপরাহ্ণ - শনিবার | জুন ৬, ২০২০

তৃতীয় মাত্রা

করোনা ভাইরাসের কারনে কাজ বন্ধ। নেই শুটিং। পুরো দেশেই যেনো চলছিল লকডাউন। এই লকডাউনের কারণে থেমে গিয়েছিল নুসরাত ফারিয়া অভিনীত ‘অপারেশন সুন্দরবন’ ও ‘যদি কিন্তু তবুও’ ছবির শুটিং। এবার সেইসব অসামাপ্ত ছবির কাজ শেষ করার জন্য প্রস্তুত হয়ে আছেন নুসরাত ফারিয়া।

তিনি বলেন, এরমধ্যে চলচ্চিত্র প্রযোজক সমিতির বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, স্বাস্থ্যবিধি মেনে আবার শুটিং শুরু হচ্ছে। তাই যে কাজগুলো অসমাপ্ত আছে, তা শিগগিরই শেষ করার পরিকল্পনা করা হচ্ছে। এটা শুনেই নিজেকে অভিনয়ের জন্য নতুন করে প্রস্তুত করেছি। কারণ টানা দুই মাস পুরোপুরি অভিনয় জগতের বাইরে ছিলাম। এপ্রিলের প্রথম সপ্তাহে গিয়েছিলাম দেশের বাড়ি ময়মনসিংহে। কিন্তু ছুটি কাটাতে গিয়ে এত লম্বা সময়ের জন্য আটকা পড়ে যাব, ভাবিনি। ক্যারিয়ারে এমন অবসর সময় আর কখনও কাটাইনি। টানা দুই মাস পরিবারের সদস্যদের সঙ্গে গ্রামীণ পরিবেশে ভালোই সময় কেটেছে। কিন্তু নতুন কিছু করা হয়ে ওঠেনি।’

নুসরাত ফারিয়া আরও বলেন, ‘করোনা মহামারি আমাদের জীবন ও কাজ সম্পর্কে নতুন করে ভাবতে শিখিয়েছে। অনেকের মতো আমিও দীর্ঘ এই বন্দি সময়ে অনেক পরিকল্পনা করেছি। সেসব আগামী দিনের কাজের মধ্য দিয়ে তুলে ধরতে চাই। আমার ধারণা, করোনাপরবর্তী সময়ে আমাদের চলচ্চিত্র আরও প্রাণবন্ত হয়ে উঠবে।’

Read previous post:
অভিনয় আমার ভালো লাগার বিষয়, পেশা নয়: নাবিলা

তৃতীয় মাত্রা মাসুমা রহমান নাবিলা। মডেল, উপস্থাপক ও অভিনেত্রী। এনটিভিতে প্রচার হচ্ছে ছোটদের রান্নাবিষয়ক অনুষ্ঠান 'তীর লিটল শেফ-সিজন টু'। অনুষ্ঠান...

Close

উপরে