Logo
বুধবার, ০৮ জুলাই, ২০২০ | ২৪শে আষাঢ়, ১৪২৭ বঙ্গাব্দ

শিরোনাম

নাঈম-ফারিয়ার ঈদের নাটক ‘তবুও ভালোবাসি’

প্রকাশের সময়: ১:৩৬ অপরাহ্ণ - বৃহস্পতিবার | মে ২৮, ২০২০

তৃতীয় মাত্রা

অনেক নাটকে একসঙ্গে অভিনয় করেছেন এফ এস নাঈম ও শবনম ফারিয়া। আবারও ঈদের একটি নাটকে একসঙ্গে দেখা যাবে তাদের। ঈদুল ফিতরের বিশেষ এই একক নাটকটির নাম ‘তবু ভালবাসি’। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন তারেক রহমান।

এই নাটকে তীব্র নামের একটি চরিত্রে অভিনয় করেছেন এফএস নাঈম। নাটকের গল্পে দেখা যাবে, ঢাকার স্থানীয় ছেলে তীব্র একটি ব্যাংকে চাকরি করেন। নিজের বাড়িতেই থাকেন তিনি। এদিকে তার বাড়িতে ভাড়া আসেন শবনম ফারিয়া ও তার বোন।

অল্প সময়ের মধ্যেই তীব্রর মায়ের সাথে শবনম ফারিয়া বেশ ভাব জমিয়ে ফেলে। অন্যদিকে শবনম ফারিয়ার ইন্টার মিডিয়েট পড়ুয়া ছোট বোন পড়াশুনার অজুহাতে তীব্রর কাছে যায়। সে তীব্রকে পছন্দ করে, কিন্তু তীব্র তাকে নিজের বোনের মত দেখে।

অপরদিক থেকে শবনম ফারিয়াও পছন্দ করে তীব্রকে। দুই বোনের এক বোনকেও পাত্তা দেয় না তীব্র। তার পর কী হয়? দেখতে হবে নাটকেই।

এফ এস নাঈম ও শবনম ফারিয়া ছাড়াও এই নাটকটিতে আরও অভিনয় করেছেন নুসরাত ফারিয়া, মিলি বাসার, ম ম আলী প্রমুখ। নাটকটি দীপ্ত টিভিতে প্রচার হবে ঈদের ৫ম দিন রাত সাড়ে ৮টায়।

Read previous post:
আম্ফানে বিধ্বস্ত কলকাতাকে সাজাবেন শাহরুখ খান

তৃতীয় মাত্রা ঘূর্ণিঝড় আম্ফানের তাণ্ডবে বিধ্বস্ত হয়েছে পশ্চিম্বঙ্গের অনেক শহর। কলকাতায় ঘূর্নিঝড়ের শিকার হয়ে অনেক ঘরবাড়ি ও গাছপালা ভেঙে গেছে,...

Close

উপরে