Logo
রবিবার, ৩১ মে, ২০২০ | ১৭ই জ্যৈষ্ঠ, ১৪২৭ বঙ্গাব্দ

বলিউডে আসছেন মিঠুন চক্রবর্তীর মেয়ে!

প্রকাশের সময়: ৮:৩৪ অপরাহ্ণ - শনিবার | মে ২৩, ২০২০

তৃতীয় মাত্রা

বলিউডের জন্য নিজেকে তৈরি করছেন ডিস্কো ডান্সার খ্যাত মিঠুন চক্রবর্তীর মেয়ে দিশানি চক্রবর্তী

সিনেমাটা বেশ ভালোই বোঝেন দিশানি। নিউইয়র্কের ফিল্ম একাডেমি থেকে ইতিমধ্যে স্নাতক শেষ করেছেন। এ বিষয়ে বেশ কয়েকটি প্রশিক্ষণও নিয়েছেন।

মিঠুন চক্রবর্তীর চার সন্তানের মধ্যে একমাত্র মেয়ে দিশানী চক্রবর্তী। তবে তিনি তার ঔরসজাত সন্তান নন।

নিজের অন্য সন্তানদের থেকেও দিশানীকে বেশি আদর ও ভালবাসা দিয়ে যাচ্ছেন মিঠুন।

অভিনয়ের প্রতি বেশ আগ্রহ দিশানীর। বাবার অনুসারী হয়ে বলিউডে পা রেখেছিলেন মিঠুন চক্রবর্তীর ছেলে মহাক্ষয় চক্রবর্তী। তবে সুপারস্টার বাবার খ্যাতির ধারেকাছেও পৌঁছুতে পারেননি তিনি।

মিঠুনভক্তরা এখন তাকিয়ে আছেন দিশানীর দিকে। দিশানির বলিউড যাত্রা কেমন হয় সে প্রহর গুনছেন সিনেপ্রেমীরা।

তথ্যসূত্র: পিংকভিলা

Read previous post:
তাহিরপুর উপজেলা বাসীকে যুবলীগ নেতা বিল্লাল হোসেনের ঈদুল ফিতরের শুভেচ্ছা

তৃতীয় মাত্রা কামাল হোসেন ,সুনামগঞ্জ : এক মাস সিয়াম সাধনার পর রহমত, বরকত ও মাগফেরাত পর আসছে আনন্দ আর খুশির...

Close

উপরে