পরিবারের ঈদ খরচে অসহায় ৮০ পরিবাররের খাদ্য সহজায়তা দিলেন,তৃতীয় মাত্রা”র ভালুকা প্রতিনিধি
তৃতীয় মাত্রা
এস,এস,জাহাঙ্গীর আলম, ভালুকা-ময়মনসিংহ : নিজের পরিবাররের ঈদের খরচসহ ২মেয়ের টিফিন বাঁচানোর টাকায় ভালুকায়,হতদ্ররিদ্র অসহায় প্রতিবন্ধী শদীদ মুক্তিযোদ্ধা পরিবার সদস্যদের ঈদ সামগ্রী উপহার দিয়ে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছেন দৈনিক তৃতীয় মাত্রা এবং একুশে টেলিভিশনের ভালুকা প্রতিনিধি,ভালুকা উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা এবং সাংস্কৃতিক সংগঠক , এস,এস জাহাঙ্গীর আলম ও তার পরিবার।
প্রিয়কর্মস্থল একুশে টেলিভিশন থেকে প্রাপ্ত ৩মাসের বেতন ঈদবোনাস ও ২ মেয়ের টিফিন বাঁচানো এবং স্ত্রীর জমানো টাকায়,৮০টি সুবিধাবঞ্চিত পরিবারের ঘরে-ঘরে গিয়ে গত ৩দিনে,চাল,চিনি,চাল,ডিম,সেমাই,নুডুলস,দুড়া দুধ,গোসল সাবান ও তৈলসহ ঈদ সামগ্রী বিতরণ করেছেন। মানবিকতায় ব্যতিক্রমি এই উদ্যোগে সচেতন মহলে ওই সাংবাদিক পরিবারটি প্রশংসা পেয়েছেন ।কোন কিছু চাওয়া কিংবা পাওয়া নয়,মানবিক কারনে করোনায় অসহায় পরিবারকে সাহায্য করার লক্ষেই এই উদ্যোগ বলে জানিয়েছেন তারা।