টেকনাফ সদর ইউনিয়ন পরিষদে দুস্থ নারী উপকারভোগীদের মাঝে ভিজিডির চাল বিতরণ
তৃতীয় মাত্রা
সাইফুদ্দীন মোহাম্মদ মামুন, টেকনাফ : টেকনাফ সদর ইউনিয়ন পরিষদে দুস্থ নারী উপকারভোগীদের মাঝে ভিজিডির চাল বিতরণ করা হয়েছে। ২৩ মে সকাল ১১টা থেকে এ চাল বিতরণ শুরু হয়। এ সময় উপস্থিত ছিলেন আমার বাড়ি আমার খামার প্রকল্পের আওতাধীন পল্লী সঞ্চয়ী ব্যাংকের ম্যানেজার ও ট্যাগ অফিসার মোঃ সানাউল্লাহ, ইউপি সচিব সরওয়ার কামালসহ গ্রাম পুলিশগণ ও সাংবাদিকবৃন্দ। উপকারভোগীরা জানায়, সঠিক সময়ে ভিজিডির চাল পেয়ে আমরা অত্যান্ত খুশী। অবশেষে ইউপি কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন উপকারভোগীরা। ইউপি সচিব সরওয়ার কামাল বলেন, আমরা সামাজিক দুরত্ব বজায় রেখে নিয়মানুযায়ী জনপ্রতি ৩০ কেজি করে কার্ডধারী দুস্থ মহিলাদের মাঝে মে মাসের ভিজিডির চাউল বিতরণ করছি।