Logo
বুধবার, ০৩ জুন, ২০২০ | ২০শে জ্যৈষ্ঠ, ১৪২৭ বঙ্গাব্দ

কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক করোনায় আক্রান্ত

প্রকাশের সময়: ১১:১৩ পূর্বাহ্ণ - শনিবার | মে ২৩, ২০২০

তৃতীয় মাত্রা

মোস্তাফিজুর রহমান লালমনিরহাট :  রংপুর মেডিকেল কলেজের (রমেক) পিসিআর ল্যাবে গত ২৪ ঘণ্টায় ১৮৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের এক চিকিৎসক করোনা শনাক্ত হয়েছেন।

এছাড়া ঢাকার আইইডিসিআর ল্যাবের পরীক্ষায় রংপুরের ১০ জন আক্রান্ত শনাক্ত হয়। ফলে আজ রংপুরের ১৬ জনের করোনা শনাক্ত হলো।

শুক্রবার, ২২ মে বিকেল এ তথ্য নিশ্চিত করেন রংপুর মেডিকেল কলেজের (রমেক) অধ্যক্ষ অধ্যাপক ডা. একেএম নুরুন্নবী লাইজু।

তিনি জানান, রমেকের অণুজীব বিজ্ঞান বিভাগের পিসিআর ল্যাবে ১৮৮টি নমুনার পরীক্ষা সম্পন্ন হয়। এতে রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলার ৬ জনের করোনা শনাক্ত হয়েছে।

আক্রান্তদের মধ্যে রংপুরের তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন পুরুষ কর্মচারী (২৫), লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন চিকিৎসক, কুড়িগ্রামের উলিপুর উপজেলার পাচপীর এলাকার একজন পুরুষ (২৩) ও গাইবান্ধার গোবিন্দগঞ্জের একই পরিবারের দুইজন (৩৯)-(২৫) এবং সুন্দরগঞ্জের বামনডাঙ্গার একজন (২৪) রয়েছেন।

কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের ওই চিকিৎসক বদলী হয়ে ফরিদপুর মেডিকেল কলেজে যোগদান করেছেন।  মতে, তিনি আজ শুক্রবার নতুন কর্মস্থলে যোগদান করেন।

 

Read previous post:
মসজিদসহ সব উপাসনালয় খুলে না দিলে গভর্নরদের বিরুদ্ধে ব্যবস্থা

তৃতীয় মাত্রা করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি সত্ত্বেও যুক্তরাষ্ট্রের সব মসজিদ, গির্জা, সিনাগগসহ সব ধরনের উপাসনালয় আজ-কালের মধ্যে খুলে দিতে গভর্নরদের নির্দেশ...

Close

উপরে