সিংগাইরে স্বেচ্ছাসেবী সংগঠনের ঈদ উপহার হিসাবে মাংস বিতরণ
মোঃ সাইফুল ইসলাম তানভীর,সিংগাইর(মানিকগঞ্জ): মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ধল্লা ইউনিয়নের নয়াপাড়া গ্রামের করোনার কারণে অসহায় পরিবারের মধ্যে ব্যতিক্রমি ঈদ উপহার বিতরণ করলেন নয়াপাড়া যুব সমাজের সদস্যরা। সাধারণত সমাজে অসহায়দের মাঝে বেশিরভাগ সামর্থ্যবান মানুষ ঈদ উপহার হিসাবে গতানুগতিক চিনি,সেমাই,চাল ও ডাল বিতরণ করে থাকেন। এবার নয়াপাড়ার সামর্থ্যবান ব্যক্তিদের আর্থিক সহায়তায় কর্মহীন অসহায় ৬০পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে বিতরণ করলেন মুরগির মাংস, সেমাই ও চিনি।
শুক্রবার (২২মে) জুম্মার নামাজের পর অনানুষ্ঠানিক ভাবে ভ্যান গাড়িতে করে নয়াপাড়া মডেল একাডেমি মাঠ থেকে শুরু করে নয়াপাড়া যুব সমাজের সদস্যরা বাড়ি বাড়ি যেয়ে কোন প্রকার ফটোশেসন ছাড়া উপহার প্রাপ্তদের হাতে হাতে তুলে দেন এ উপহার সামগ্রী।
ইতিপূর্বে করোনা ভাইরাসের শুরুর দিকে কর্মহীন অসহায় ৬০পরিবারের মাঝে চাউল,আলু, পেয়াজ,তৈল,সাবান ও ডাল বিতরণ করেছেন নয়াপাড়া যুব সমাজের সদস্যরা।
নয়াপাড়া যুব সমাজের সদস্যরা আগামী সময়েও যাতে অসহায় ও দুস্থদের পাশে দাড়াঁতে পারে সেই দোয়া চেয়েছেন সকলের কাছে।