Logo
রবিবার, ২৫ অক্টোবর, ২০২০ | ৯ই কার্তিক, ১৪২৭ বঙ্গাব্দ

জলঢাকায় মাহে রমজান উপলক্ষ্যে ইউপি চেয়ারম্যানের নগদ অর্থ বিতরণ

প্রকাশের সময়: ৫:১৪ অপরাহ্ণ - মঙ্গলবার | মে ১২, ২০২০

তৃতীয় মাত্রা

মোহাম্মদ আলী সানু, ডিমলা (নীলফামারী) প্রতিনিধি : পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে ও কোভিড-১৯ ভাইরাসের প্রার্দূভাব এড়াতে নীলফামারী জলঢাকা উপজেলার ৪নং গোলনা ইউনিয়নের চেয়ারম্যান কামরুল আলম (পান) কবির বরবরের মত এবারও নিজ উদ্যোগে নগদ অর্থ ও খাদ্য সামগ্রী বিতরণ করেন। সোমবার সকালে তার আবাসস্থল নবাব বাড়ীতে সামাজিক দুরুত্ব বজায় রেখে প্রায় ১ হাজার পরিবারের মাঝে নগদ দুইশত টাকা ও ঈদ খাদ্য সামগ্রী বিতরণ করেন ।

বিতরণ কালে উপস্থিত সুবিধা ভোগীদের উদ্দেশ্যে চেয়ারম্যানের পক্ষে করনাকালীন সচেতনতামূলক বক্তব্য রাখেন ছোট ভাই নাহিদ-উল আলম। তিনি বলেন, শারীরীক অসুস্থতার কারণে চেয়ারম্যান এখন ঢাকায় অবস্থান করছেন। তবে ইউনিয়নের এই অসহায় কর্মহীন মানুষের কথা ভেবে প্রত্যেকবারের ন্যায় এবার ঈদেও এই সব উপহার সামগ্রী প্রদানে আমাদেরকে নির্দেশ দেন। দোয়া করবেন তিনি যেনো তারাতারি সুস্থ হয়ে আপনাদের মাঝে ফিরে আসেন।
চেয়ারম্যানের এ উদ্যোগকে কীভাবে দেখছেন এ ব্যাপারে কথা হলে উপকারভোগী রশিদা বেওয়া, হালিমা, শরীফা বেগম, আবু কালাম ও আমিনুর রহমান বলেন, “পান কবির ভাই প্রত্যেকবারে ঈদের সময় কাপড়- চোপড়, সেমাই, চিনি, চাউল, কোরবানীর গোশত দেয়। দোয়া করি সে যেন, সারা জীবন এভাবে মানুষের সেবা করতে পারে।’’
বিতরণ কালে সার্বিক তত্বাবধানে ছিলেন চেয়ারম্যানের আস্থাভাজন শাহীন আলম।

 

 

 

Read previous post:
সিংগাইরে অটোরিক্সা চালকের মৃত্যু নিয়ে ধুম্রজাল

তৃতীয় মাত্রা মোঃ সাইফুল  ইসলাম তানভীর ,সিংগাইর ( মানিকগঞ্জ): মানিকগঞ্জের সিংগাইরে আব্দুল মালেক (৪৮) নামের এক অটোরিক্সা চালকের রহস্যজনক মৃত্যু হয়েছে।...

Close

উপরে