Logo
বৃহস্পতিবার, ২৮ মে, ২০২০ | ১৪ই জ্যৈষ্ঠ, ১৪২৭ বঙ্গাব্দ

কচু চাষ করে স্বাবলম্বি কৃষক মাহাবুব

প্রকাশের সময়: ৭:৫৯ অপরাহ্ণ - শনিবার | মে ৯, ২০২০

 

ছবি- আনোয়ার হোসেন স্বপন

তৃতীয় মাত্রা

শিবপুরে কচু চাষ করে স্বাবলম্বি হয়েছেন কৃষক মাহবুব আলম খন্দকার। উপজেলার দত্তেরগাঁও ভিটি পাড়া গ্রামে দেড় বিঘা জমিতে কচু চাষ শুরু করেন প্রায় ৩মাস আগে। নিড়ি দেয়া, সার, ফসপেট, কীটনাশক প্রয়োগসহ দেড় বিঘা জমিতে কচু চাষ করতে ইতিমধ্যে তার প্রায় ৪০/৫০হাজার টাকা খরচ হয়েছে। কচু গাছগুলোর ফলনও খুব ভালো হয়েছে এবং এর সাথে কচু গাছগুলোতে ব্যাপক আকারে লতি ধরতে শুরু করেছে। আগামী ৩ মাসের মধ্যে কচু এবং লতি বিক্রি শেষ হয়ে যাবে।

কৃষক মাহবুব আলম খন্দকার জানান, পাইকারি ভাবে প্রতিটি কচু ৪০ টাকা এবং প্রতি কেজি লতি ৪৫ টাকা বিক্রি করা হচ্ছে।

দেড় বিঘা জমিতে প্রায় ১৮ হাজার কচু গাছের চাষ করেছেন তিনি এবং প্রতিটি কচু গাছে ১ কেজির উপরে কচুর লতি হয়েছে। সব কিছু ঠিক থাকলে আগামী ২/৩ মাসের মধ্যে কচু ও লতি বিক্রি করে প্রায় ১৫ লক্ষ টাকা লাভ হবে বলে জানান কৃষক মাহবুব আলম খন্দকার।

শিবপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা মোহম্মদ বিন ছাদেক জানান, এ বছর উপজেলায় ৪০ হেক্টর জমিতে কচু চাষ করা হয়েছে এবং ফলনও ভালো হয়েছে। এতে কৃষকরা ব্যাপক লাভবান হবে।

-ইলিয়াছ হায়দার, শিবপুর (নরসিংদী) প্রতিনিধি

Read previous post:
সাধারন ক্ষমায় মুক্তি পেল নাটোর জেলা কারাগারের ১৭কয়েদি

তৃতীয় মাত্রা সরকারের সাধারণ ক্ষমায় শনিবার ১৭ জন কয়েদি মুক্তি দিয়েছে নাটোর জেলা কারাগার কতৃপক্ষ। এদিন কারাগার চত্বরে মুক্তি কারাবন্দীদের...

Close

উপরে