Logo
মঙ্গলবার, ০৭ ডিসেম্বর, ২০২১ | ২২শে অগ্রহায়ণ, ১৪২৮ বঙ্গাব্দ

৫ বছর পর ব্ল্যাক ব্যান্ডের নতুন অ্যালবাম প্রকাশ

প্রকাশের সময়: ১২:০৭ অপরাহ্ণ - বুধবার | অক্টোবর ২৬, ২০১৬

৫ বছর পর প্রকাশ হলো ব্যান্ডদল ‘ব্ল্যাক’ এর নতুন অ্যালবাম ‘ঊনমানুষ’ । মঙ্গলবার (২৫ অক্টোবর) বিকেলে নগরীর রাশিয়ান কালচারাল সেন্টারে ‘ঊনমানুষ’ অ্যালবামের মোড়ক উন্মোচন করা হয়।

বর্তমান ব্ল্যাক ব্যান্ডকে নতুন করেই আবিষ্কার করতে পারবেন শ্রোতারা। কারণ নতুনভাবে দুই সদস্য যোগ হয়েছেন। তারা হলেন রুবাইয়াৎ ও চার্লস।

ব্যান্ডটির প্রতিষ্ঠাতা সদস্য ড্রামার বলেন, ‘নতুন আটটি গান নিয়ে শ্রোতাদের মাঝে এসেছি। আমরা উদগ্রীব হয়ে আছি শ্রোতাদের কাছ থেকে কেমন পরিমাণ সাড়া পাই সেটা জানার জন্য। তবে আশা করছি শ্রোতারা আমাদের পছন্দ করবেন।’

তিনি  আরো বলেন, ‘অ্যালবামের আটটি গানের মধ্যে একটির ভিডিও নির্মাণ করা হয়েছে। আমাদের ভোকাল হিসেবে যোগ দিয়েছেন রুবাইয়াৎ। আর বেজ গিটারিস্ট হিসেবে নতুন মুখ চার্লস। সব মিলিয়ে দর্শকরা নতুন উন্মদনায় মাতবে আশা করছি।’

প্রসঙ্গত, ব্ল্যাকের সর্বশেষ অ্যালবাম  সেলফ টাইটেলে প্রকাশ পায় ২০১১ সালে। এছাড়াও ‘আমার পৃথিবী’ (২০০১), ‘উৎসবের পর’ (২০০৩) এবং ‘আবার’  (২০০৮) সালে প্রকাশ পায়। বর্তমানে ব্যান্ডটিতে নেই প্রতিষ্ঠাতা দুই জনপ্রিয় সদস্য কণ্ঠশিল্পী জন ও তাহসান।

Read previous post:
ঘুমের ওষুধ সেবনে কি আসলে ঘুম হয়?

ঘুম মানুষের জীবনের এক অপরিহার্য অংশ। অথচ অনেকের স্বাভাবিক ঘুম হয় না। যাদের স্বাভাবিকভাবে ঘুম হয় না তাদের অনেকেই ঘুমানোর...

Close

উপরে