নাটোরে ভেজাল প্রসাধনী পন্য তৈরী সংরক্ষণ বাজারজাত করণ ও ফর্সাকারী ক্রীম উৎপাদনকারী ফ্যাক্টরী কে জরিমানা করে র্্যার
আফরোজা ইয়াসমিন নাটোর জেলা প্রতিনিধিঃ নাটোরের মের্সাস এস এম প্রোডাক্টস ফ্যাক্টরীকে ২ লক্ষ টাকা জরিমানা প্রদান করেছে র্াব ভ্রাম্যমান আদালত। নাটোর রাব ক্যাম্পের(সিপিসি-২) এর একটি অপারেশন দল কোম্পানী কমান্ডার, এএসপি এস,এম জামিল আহমেদ এবং এএসপি মোঃ রাজিনুল আহসান নেতৃত্বে গতকাল বিকেলে নাটোর সদর উপজেলার রামেশরপুর এলাকায় অভিযান পরিচালনা করে লকডাাউন অমান্য করে ভেজাল প্রসাধনী পন্য তৈরী, সংরক্ষণ, বাজারজাত করণ ও ফর্সাকারী ক্রীম উৎপাদনকারী ফ্যাক্টরী মের্সাস এস এম প্রোডাক্টস খোলা রাখার অপরাধে মোঃ আঃ রাজ্জাকের ছেলে মোঃ সুমন আলী (২৯) কে আটক করা হয়। এ সময় জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রট মোছাঃ তাছমিনা খাতুনের ভ্রাম্যমান আদালত উক্ত অপরাধে মেসার্স এস এম প্রোডাক্টস ফ্যাক্টরীকে ২ লক্ষ টাকা জটিমানা প্রদান করা হয় ।