Logo
রবিবার, ৩১ মে, ২০২০ | ১৭ই জ্যৈষ্ঠ, ১৪২৭ বঙ্গাব্দ

কণিকা কাপুরের পর দ্বিতীয় করোনা আক্রান্ত বলিউডে

প্রকাশের সময়: ২:৪২ অপরাহ্ণ - সোমবার | এপ্রিল ৬, ২০২০

 

তৃতীয় মাত্রা

বলিউডের দ্বিতীয় করোনা আক্রান্ত হিসেবে উঠে এল শাজা মোরানির নাম। এতদিন পর্যন্ত বলিউডের একমাত্র করোনা আক্রান্ত ছিলেন কণিকা কাপুর।

সম্প্রতি জানা গেছে শাজার কোভিড-১৯ টেস্ট পজিটিভ এসেছে। মুম্বাইয়ের একটি হাসপাতালে তাকে বিশেষ করোনা ওয়ার্ডে আইসোলেশনে রাখা হয়েছে।
শাজা মোরানি হলেন প্রযোজক করিম মোরানির মেয়ে। মেয়ের করোনা পজিটিভের বিষয়টি তিনি নিজেই নিশ্চিত করেছেন।

লকডাউন ঘোষণা হওয়ার আগেই শাজা ফিরেছিলেন অস্ট্রেলিয়া থেকে। এরপর তাকে এতদিন আইসোলেশনে রাখা হয়। সম্ভবত ইনকিউবেশন সম্পূর্ণ হওয়ার পরেই তার শরীরে ভাইরাসের উপস্থিতি জানান দেয় ও তার পরে কোভিড-১৯ টেস্ট পজিটিভ আসে। মুম্বাইয়ের নানাবতী হাসপাতালের বিশেষ ওয়ার্ডে রয়েছেন শাজা। আপাতত বেশ কিছুদিন তাকে অবজারভেশনে রাখবেন চিকিৎসকেরা।

এরপর বেশ কয়েকবার কোভিড-১৯ টেস্টের মধ্যে দিয়ে যেতে হবে শাজাকে, তবেই বোঝা যাবে তিনি সুস্থ হয়ে উঠছেন কি না।

এদিকে, দীর্ঘ প্রায় এক মাস ধরে লড়াইয়ের পর সম্প্রতি কণিকা কাপুরের কোভিড-১৯ টেস্টটি নেগেটিভ এসেছে কিন্তু এখনই তাকে পুরোপুরি সুস্থ বলা যায় না। কোভিড-১৯ টেস্ট দুবারের বেশি যদি নেগেটিভ আসে, তবেই তাকে করোনামুক্ত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা।

প্রযোজক করিম মোরানি বেশ কয়েকটি উল্লেখযোগ্য বলিউড ছবির প্রযোজক। সেই তালিকায় রয়েছে ‘চেন্নাই এক্সপ্রেস’, ‘দিলওয়ালে’, ‘দম’ ও ‘হ্যাপি নিউ ইয়ার’।

Read previous post:
মুসল্লিদের ঘরে নামাজ পড়ার নির্দেশ

তৃতীয় মাত্রা মুসল্লিদের ঘরে নামাজ পড়ার নির্দেশ দিয়েছে সরকার। ধর্ম মন্ত্রণালয় থেকে জারি করা জরুরি এক বিজ্ঞপ্তিতে জানানো হছে, শুধু...

Close

উপরে