Logo
বৃহস্পতিবার, ২৮ মে, ২০২০ | ১৪ই জ্যৈষ্ঠ, ১৪২৭ বঙ্গাব্দ

জন্মদিনে অসহায়দের পাশে জাহানারা

প্রকাশের সময়: ৫:৪৯ অপরাহ্ণ - বুধবার | এপ্রিল ১, ২০২০

 

 

 

তৃতীয় মাত্রা

চীন থেকে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাস প্রায় ২০২টির মতো দেশে ভয়াল থাবা বসিয়েছে, দিন দিন বাড়ছে আক্রান্তের সংখ্যা আর লম্বা হচ্ছে মৃত্যু মিছিল। এমন সময় সংক্রমণ এড়াতে কড়া অবস্থানে বাংলাদেশ সরকার। দেশে চলছে ১০ দিনের শাটডাউন, স্থগিত করা হয়েছে সব ধরনের কর্মযজ্ঞ। এতে দিনমজুর লোকেরা পড়েছে বিপত্তিতে, উপার্জনক্ষম হয়ে অনাহারে অর্ধাহারে কাটাতে হচ্ছে দিন। তাদের কষ্ট ঘোচাতে নিজের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করছেন বাংলাদেশ নারী দলের ক্রিকেটার জাহানারা আলম। ২৭ বছরে পা দিয়ে জন্মদিনটা উদযাপন করলেন খেটে খাওয়া মানুষের সহায়তা করে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে অন্যদেরও এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ নারী ক্রিকেটের উজ্জ্বলতম নক্ষত্র জাহানারা, ‘এটা কোনো লোক দেখানো পোস্ট নয়। আমার সামর্থ্য অনুযায়ী যতটুকু সম্ভব হয়েছে আমি তাদের পাশে দাঁড়িয়েছি। আপনাদেরকেও অসহায়দের পাশে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি। আপনার সামর্থ্যের মধ্যে ১জন, ৫জন বা তার অধিক যে যতটুকু পারেন সাহায্যের হাত বাড়িয়ে দিন। আমরা পারি আমাদের দেশের এই সঙ্কটময় মুহূর্তে অসহায় মানুষদের পাশে দাঁড়াতে।’

করোনাভাইরাস সঙ্কটে ক্রিকেটারদের মতো এগিয়ে এসেছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ফরওয়ার্ড বিপলু আহমেদ, গোলরক্ষক শহীদুল আলম ও সাইফ স্পোর্টিংয়ের উইঙ্গার আরিফুর রহমান।

Read previous post:
বকশীগঞ্জে রাতের বেলায় বাড়ি বাড়ি ত্রাণ পৌছেঁ দিচ্ছেন ভাইস চেয়ারম্যান স্মৃতি

তৃতীয় মাত্রা সরকার আবদুর রাজ্জাক, বকশীগঞ্জ প্রতিনিধি : বকশীগঞ্জে রাতের বেলায় নিম্ন আয়ের মানুষের বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী পৌছে...

Close

উপরে