Logo
বৃহস্পতিবার, ২৮ মে, ২০২০ | ১৪ই জ্যৈষ্ঠ, ১৪২৭ বঙ্গাব্দ

বিএসএমএমইউ’তে করোনা শনাক্তকরণ টেস্ট শুরু আজ

প্রকাশের সময়: ৯:৪৩ পূর্বাহ্ণ - বুধবার | এপ্রিল ১, ২০২০

তৃতীয় মাত্রা

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) বেতার ভবনের দ্বিতীয় তলায় স্থাপিত করোনা ভাইরাস ল্যাবরেটরিতে আজ বুধবার থেকে করোনা ভাইরাস শনাক্তকরণ পরীক্ষা কার্যক্রম শুরু করবে।

মঙ্গলবার ডা. মিল্টন হলে বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন কর্তৃক পিপিই, এন্টিসেপটিক হ্যান্ডরাব সল্যুশনসহ করোনা ভাইরাস সংশ্লিষ্ট সুরক্ষা সামগ্রী প্রদানকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া এ কথা জানান। সকাল ৮টা ৩০ মিনিট থেকে দুপুর ১টা পর্যন্ত রোগীরা এই পরীক্ষাটি করাতে পারবেন।

বিশ্ববিদ্যালয়ের ভাইরোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. সাইফ উল্লাহ মুন্সী জানান, চিকিত্সকের পরামর্শ অনুযায়ী অর্থাত্ বাংলাদেশ বেতার ভবনের নিচতলায় স্থাপিত ফিভার ক্লিনিকের কর্তব্যরত চিকিত্সকের পরামর্শ গ্রহণের পর যেসব রোগী করোনা ভাইরাস শনাক্তকরণের পরীক্ষার জন্য নির্দেশিত হবেন সেসব রোগীরাই এই পরীক্ষাটি করাতে পারবেন। বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকেও করোনা ভাইরাস থেকে রক্ষা পাওয়ার জন্য বিভিন্ন ধরনের সুরক্ষা সামগ্রী বিতরণসহ নানা কার্যক্রম গ্রহণ করা হয়েছে এবং তা অব্যাহত থাকবে।

বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন করোনা ভাইরাস বিষয়ে সর্বদা নজর রাখছে। এদিকে মঙ্গলবার বাংলাদেশ ডক্টরস ফাউন্ডেশনের পক্ষ থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের হাসপাতালের জন্য কিছু হ্যান্ড স্যানিটাইজার প্রদান করে।

Read previous post:
করোনায় যুক্তরাষ্ট্রে ২৪ ঘন্টায় ৮৬৫ জনের মৃত্যু

তৃতীয় মাত্রা প্রাণঘাতী করোনা ভাইরাসে যুক্তরাষ্ট্রে মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ৮৬৫ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে দেশটিতে মৃতের সংখ্যা...

Close

উপরে