Logo
রবিবার, ০৫ জুলাই, ২০২০ | ২১শে আষাঢ়, ১৪২৭ বঙ্গাব্দ

দেশে করোনায় আক্রান্ত আরও ৫ জন, মোট ৪৪

প্রকাশের সময়: ৪:০৯ অপরাহ্ণ - বৃহস্পতিবার | মার্চ ২৬, ২০২০

ফাইল ছবি

তৃতীয় মাত্রা

দেশে গত ২৪ ঘণ্টায় ১২৬ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে নতুন করে ৫ জনের মধ্যে করোনা ভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে। এ নিয়ে বর্তমানে দেশে মোট রোগীর সংখ্যা দাঁড়ালো ৪৪ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১১ জন, মারা গেছেন পাঁচজন। নতুন করে কোনো মৃত্যু নেই।

বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকেল সাড়ে ৩টায় মহাখালীতে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা এ তথ্য জানান।

তিনি বলেন, নতুন আক্রান্ত পাঁচজনই পুরুষ। এদের দুজনের বয়স ৩০ থেকে ৪০ বছরের মধ্যে, দুজন ৪০ থেকে ৫০ এর মধ্যে, একজন ষাটোর্ধ্ব। একজন বিদেশফেরত। তিনজন অন্য রোগীর সংস্পর্শে আক্রান্ত হয়েছেন। একজনের বিষয়ে এখনও অনুসন্ধান চলছে।

Read previous post:
করোনার মধ্যেই বাংলাদেশ ছাড়লেন ১২৬ জন ভুটানি

তৃতীয় মাত্রা করোনাভাইরাস সংক্রমনের মাঝেই বাংলাদেশ থেকে ১২৬ জন ভুটানের নাগরিক নিজ দেশে ফিরে গেছেন। বৃহস্পতিবার সকালে রাজধানীর শাহজালাল বিমানবন্দর...

Close

উপরে