Logo
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২০ | ৯ই আশ্বিন, ১৪২৭ বঙ্গাব্দ

এবার করোনায় ‍আক্রান্ত হলেন স্পেনের উপ-প্রধানমন্ত্রী

প্রকাশের সময়: ১০:২৫ পূর্বাহ্ণ - বৃহস্পতিবার | মার্চ ২৬, ২০২০

তৃতীয় মাত্রা

স্পেনের উপ-প্রধানমন্ত্রী কারমেন ক্যালভোর শরীরে করোনাভাইরাসের উপস্থিতি ধরা পড়েছে। তাকে আইসোলেশনে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে। বুধবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে স্প্যানিশ সরকার।

করোনা সন্দেহে প্রথমবার পরীক্ষা করে নেগেটিভ ফল আসে। এরপর মঙ্গলবার আবারও তার রক্তের নমুনা পরীক্ষা করা হয়। এবারের ফলাফল করোনা পজেটিভ এসেছে।

এদিকে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে অন্তত ৪৪৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে সেখানে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৪৩৪ জন। এর আগেই করোনায় মৃতের সংখ্যায় চীনকে ছাড়িয়ে গিয়েছিল স্পেন।

দেশটিতে গত ২৪ ঘণ্টায় নতুন রোগী শনাক্ত হয়েছেন সাড়ে পাঁচ হাজারেরও বেশি। এ নিয়ে সেখানে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৭ হাজার ৬১০ জন।

Read previous post:
বিপদ-আপদে যে দোয়া পড়বেন

তৃতীয় মাত্রা বিপদ-আপদ মানুষের নিত্যসঙ্গী। বিপদ বলে-কয়ে আসে না। কখন কার ওপর সমস্যা, দুর্বিপাক নেমে আসে তা কেউ জানে না।...

Close

উপরে