Logo
বুধবার, ০১ এপ্রিল, ২০২০ | ১৮ই চৈত্র, ১৪২৬ বঙ্গাব্দ

অবহেলায় ফুটে থাকা বুনোফুল

প্রকাশের সময়: ১১:০৬ পূর্বাহ্ণ - রবিবার | ফেব্রুয়ারি ২৩, ২০২০

তৃতীয় মাত্রা

ফুলের কদর সবাই করে। অনুষ্ঠান-উৎসবে ফুলের প্রয়োজন হয়। তাই বলে সব ফুল কাজে আসে না। সব ফুলে মালা গাথা যায় না। সেসব ফুলই আমাদের কাছে বুনোফুল। বুনোফুলের ছবিগুলো তুলেছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের ইংরেজি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী নাসরিন হিমু-

flower

বুনোফুলের ছবি তোলাই হিমুর শখ। বাড়ির পাশে অথবা রাস্তায় কোনো বুনোফুল দেখলেই ছবি তোলেন তিনি। হয়তো আমরাও সব সময় ফুলগুলো দেখি। নানা প্রজাতির এ ফুলের মধ্যে অনেক অবহেলিত ফুলও আছে। যেগুলোকে বলা হয় ‘বুনোফুল’। যেসব ফুলের হয়তো নিজস্ব কোনো নাম নেই, শুধু বুনোফুল নামেই সবার কাছে পরিচিত।

flower

আমাদের আশেপাশে, বনে, জঙ্গলে, রাস্তার ধারে এসব দৃষ্টিনন্দন ফুল ফুটে থাকে। বুনোফুল মানুষের কাছে অবহেলিত হলেও এরা স্রষ্টার নির্দেশ মেনে পৃথিবীর সৌন্দর্য বাড়ানোর জন্য সব সময়ই ফোটে। এসব ফুলের মধ্যেও অনেক সুন্দর সুন্দর ফুল আছে, সেগুলোকে মানুষ পায়ে দলে মুড়িয়ে দেয়।

flower

তবুও বুনোফুল ফোটে, পৃথিবীর সৌন্দর্য বাড়ায়। রাস্তার পাশে, বনে-জঙ্গলে অজস্র বুনোফুল ফোটে। কে আদর করলো, আর কে করলো না; তাতে বুনোফুলের কিছুই যায় আসে না। তারপরও এ ফুলগুলোর মধ্যে আলাদা সৌন্দর্য আছে। আমাদের তা খুঁজে দেখার ফুসরত মেলে না। সত্যিই অনিন্দ্য সুন্দর অলক্ষে, অবহেলায় ফুটে থাকা ফুলগুলো।

Read previous post:
ইতালিতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ৭৯

তৃতীয় মাত্রা ইতালিতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৯ জন। অপরদিকে দেশটিতে এই ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত দু'জনের মৃত্যু...

Close

উপরে