Logo
মঙ্গলবার, ০৭ এপ্রিল, ২০২০ | ২৪শে চৈত্র, ১৪২৬ বঙ্গাব্দ

জমজমাট রাজধানীর ফুলের বাজার

প্রকাশের সময়: ৪:৩৯ অপরাহ্ণ - শুক্রবার | ফেব্রুয়ারি ১৪, ২০২০

তৃতীয় মাত্রা

ডেস্ক রিপোর্ট : পহেলা ফাল্গুন ও বিশ্ব ভালোবাসা দিবসে রাজধানীসহ সারাদেশে ফুলের ব্যবসা জমজমাট। এমনিতেই শুক্রবার শাহবাগ, ফার্মগেট ও আগারগাঁওয়ের পাইকারি ফুলের বাজারে ভিড় লেগেই থাকে। দুটি বিশেষ দিন একইসঙ্গে হওয়ায় ফুল বিক্রি বেড়েছে কয়েকগুণ। দামও কিছুটা বাড়তি আজ। ফুল ব্যবসায়ীদের প্রত্যাশা এবার কয়েক শ কোটি টাকার ফুল বেচাকেনা হবে।

সারাদেশের ফুল চাষিদের কেন্দ্রীয় প্লাটফর্ম বাংলাদেশ ফ্লাওয়ার সোসাইটির তথ্য মতে, দেশে প্রায় ১৬ শ কোটি টাকার ফুলের বাজার গড়ে উঠেছে। বিভিন্ন দিবসকে সামনে রেখে সারাদেশেই কম-বেশি ফুলের চাষ হয়।

বাংলাদেশ ফ্লাওয়ার সোসাইটির সভাপতি আবদুর রহিম বলেন, দেশে উৎপাদিত বিভিন্ন জাতের ফুল দিয়েই সারা বছরের চাহিদা মেটে। তবে বাইরে থেকেও কিছু ফুল আসে।

তথ্য বলছে, এবছর ভালোবাসা দিবসে শুধু গোলাপের চাহিদা ৫০ লাখের বেশি হলেও চাহিদা অনুযায়ী জোগান কিছুটা কম হতে পারে। কারণ, এবার যশোর এলাকায় গোলাপের ফলন খারাপ হয়েছে। সংগঠনটির তথ্য মতে, গত বছর ভালোবাসা দিবস ও বসন্ত বরণকে কেন্দ্র করে ২০০ কোটি টাকার ফুল বিক্রি হয়েছিলো। এবারও ১৯০ থেকে ২০০ কোটি টাকার ব্যবসা হবে।

Read previous post:
ভেঙে দুই টুকরো জয়সোয়ালের বিশ্বকাপ সেরার ট্রফি

তৃতীয় মাত্রা অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের স্নায়ুক্ষয়ী ফাইনালে বৃষ্টি আইনে শক্তিশালী ভারতকে ৩ উইকেটে হারিয়েছে বাংলাদেশ।  ফলে প্রথমবারের মতো বিশ্বজয়ের আনন্দে মাঠে...

Close

উপরে